AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shyamnagar Accident: সজোরে ধাক্কা মারল ট্রেন, ছিটকে গিয়ে পড়ল দেহ! শ্যামনগরে ভয়াবহ কাণ্ড

Shyamnagar Rail Accident News: কিছু টের পাওয়ার আগেই লাইনে থাকা ওই দুই ব্যক্তিকে ধাক্কা মারে ট্রেনটি। রেললাইনেই কাটা পড়েন তারা। এরপর তৎক্ষণাৎ মৃত্যু। এছাড়াও তাদের সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি গুরুতর ভাবে আহত হয়েছেন বলেই খবর। ইতিমধ্য়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের।

Shyamnagar Accident: সজোরে ধাক্কা মারল ট্রেন, ছিটকে গিয়ে পড়ল দেহ! শ্যামনগরে ভয়াবহ কাণ্ড
ঘটনাস্থলের ছবিImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Sep 28, 2025 | 10:46 AM
Share

উত্তর ২৪ পরগনা: শ্য়ামনগর স্টেশন চত্বরে মর্মান্তিক ছবি। রাতবিরেতে ঘটে গেল বড় বিপত্তি। চলন্ত ট্রেনের ধাক্কায় নিমেষে প্রাণ গেল দু’জনের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত দু’জনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তদন্ত চালাচ্ছে রেলপুলিশ। শনিবার রাত ১১টা নাগাদই একটি দ্রুতগতির ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁদের।

কিন্তু কীভাবে ট্রেনের ধাক্কার সম্মুখীন ওই দুই ব্যক্তি? একাংশ বলছেন, তাদের অসচেতনতার কারণেই এমনটা ঘটেছে। রাত ১১টা নাগাদ লাইন পারাপার করছিলেন ওই দুই নিহত ব্যক্তি। তাদের সঙ্গে আরও দু’জন ছিলেন বলেও জানা যায়। কিন্তু সেই সময়ই ওই নির্দিষ্ট রেললাইন থেকেই ছুটে আসছিল একটি দ্রুতগতির ট্রেন।

কিছু টের পাওয়ার আগেই লাইনে থাকা ওই দুই ব্যক্তিকে ধাক্কা মারে ট্রেনটি। রেললাইনেই কাটা পড়েন তারা। এরপর তৎক্ষণাৎ মৃত্যু। এছাড়াও তাদের সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি গুরুতর ভাবে আহত হয়েছেন বলেই খবর। ইতিমধ্য়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের।

এদিন এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘সম্ভবত এরা ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। যা বুঝলাম স্থানীয়। একজন তো আমাদের এখানেই ফল বিক্রি করে। মোট চারজন ছিল। ট্রেন থেকে নেমে লাইন পারাপারের মাধ্যমে দু’নম্বর প্ল্যাটফর্ম থেকে তিন নম্বরের দিকে যাচ্ছিল। কিন্তু তার আগেই একটা ট্রেন সজোরে এসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্য়ু হয়। বাকি দু’জন আহত হয়েছেন। একজনের অবস্থা খুবই গুরুতর, বাঁচবে বলে তো মনে হয় না।’