Shantanu Thakur: লস্কর-ই-তৈবার নামে কারা পাঠাল হুমকি চিঠি? CBI তদন্ত চাইছেন শান্তনু
Shantanu Thakur: শান্তনু ঠাকুর জানালেন, সেই হুমকি চিঠির ইস্যুতে ইতিমধ্য়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বিষয়টি জানিয়েছেন বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। শান্তনু বললেন, 'আমি এই ঘটনার পূর্ণাঙ্গ সিবিআই তদন্ত চাই।'
বনগাঁ: হুমকি চিঠির ইস্যুতে এবার সিবিআই তদন্তের দাবি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। গতকালই ঠাকুরনগরের ঠাকুরবাড়ির অন্যতম সদস্য তথা বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর অভিযোগ তুলেছিলেন, লস্কর-ই-তৈবার নাম করে তাঁর কাছে হুমকি চিঠি এসেছে। মঙ্গলবার বিকেলে শান্তনু ঠাকুর জানালেন, সেই হুমকি চিঠির ইস্যুতে ইতিমধ্য়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বিষয়টি জানিয়েছেন বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। শান্তনু বললেন, ‘আমি এই ঘটনার পূর্ণাঙ্গ সিবিআই তদন্ত চাই।’
গতকালের ওই হুমকি চিঠির অভিযোগ নিয়ে রাজ্য পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের ডিজি, জেলা পুলিশ সুপার ও স্থানীয় থানার ওসিকেও চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি। হুমকি চিঠির প্রসঙ্গে শান্তনুর বক্তব্য, ‘এগুলি আমার কাছে কোনও ফ্যাক্টর নয়, কিন্তু একটি সংশয় তো থেকেই যায় এরকম একটি চিঠি এলে। তাই আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রীকেও জানিয়েছি বিষয়টি।’ তাঁর বক্তব্য, একটি গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক রাজ্য পশ্চিমবঙ্গে লস্কর-ই-তৈবার মতো পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী কোথা থেকে এল? কারা এই হুমকি চিঠি পাঠাল? সেটা নিয়ে সিবিআই তদন্ত হওয়া প্রয়োজন।
উল্লেখ্য, বঙ্গ বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হলেন শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের হাত ধরে বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপির সাংগঠনিক শক্তি অনেকটাই মজবুত হয়েছে। তাঁর উপর মতুয়া মহাসংঘের অন্যতম প্রধান মুখ হলেন তিনি। আচমকা লোকসভা নির্বাচনের আগে শান্তনু ঠাকুরের কাছে লস্কর-ই-তৈবার নাম করে এই হুমকি চিঠি ঘিরে বেশ শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। এবার সেই নিয়ে সিবিআই তদন্তের দাবি তুললেন শান্তনু ঠাকুর।