উত্তর ২৪ পরগনা: সোদপুরে এক ব্যাঙ্ক কর্মীর রহস্যমৃত্য ঘটেছে। বাড়ি থেকে উদ্ধার হয়েছে মঞ্জুলা সরকার নামে এক মহিলার দেহ। সোমবার সোদপুরের অরবিন্দ পল্লিতে এই ঘটনা ঘটেছে। প্রতিবেশীরা জানান, শনিবার শেষ তাঁকে দেখতে পাওয়া গিয়েছিল। সোমবার মঞ্জুলাদেবীর বাড়ি থেকে বোঁটকা গন্ধ বের হতে থাকে। তাতেই সন্দেহ হয় এলাকার লোকজনের। খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করেন। মৃতের মুখে রক্তের দাগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনা আত্মহত্যা নাকি খুন তা তদন্ত করে দেখছে খড়দহ থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, মঞ্জুলা সরকারের বয়স ষাটের কাছাকাছি। তিনি বিয়ে করেননি। প্রায় ৪০ বছর ধরে সোদপুরের অরবিন্দ পল্লিতে থাকেন। একাই থাকেন তিনি। সারাদিন অফিস, তারপর বাড়ি। এটাই মঞ্জুলাদেবীর রোজকার রুটিন। শনিবার তাঁকে দেখা গেলেও এরপর তাঁকে বাড়ির বাইরে দেখা যায়নি বলেই এলাকার লোকজন জানান।
এরইমধ্যে সোমবার দুর্গন্ধ বেরোতে থাকে তাঁর বাড়ির ভিতর থেকে। তাতেই খটকা লাগে এলাকার লোকজনের। বহু ডাকাডাকিতেও ভিতর থেকে কেউ গেট খোলেননি। এরপরই খবর দেওয়া হয় খড়দহ থানায়। পুলিশ এসে দরজা ভাঙতেই দেখে বীভৎস দৃশ্য। ঘরে খাটের উপর পড়ে রয়েছে ওই ব্যাঙ্ক কর্মীর দেহ। এক পাশে ফেরা। পায়ের উপর পা রাখা। মাথার কাছে টেবিল ফ্যান ঘুরছে। হাতের একটা অংশ, মুখ পুরো কালো হয়ে গিয়েছে। শরীরে পচন ধরা শুরু হয়েছে।
এলাকার বাসিন্দা পার্থ চৌধুরী বলেন, “উনি অবিবাহিত। দু’দিন আগে ওনাকে বাইরে বেরোতে দেখা গিয়েছিল। এরপর আর কেউ দেখেনি। সোমবারই ওঁর বাড়ি থেকে পচা গন্ধ বেরোচ্ছিল। পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ এসে তালা ভেঙে ভিতরে ঢোকেন। দেখেন খাটের উপর শুয়ে আছেন তিনি। দেহ অনেকটাই পচে গিয়েছে, ফুলে উঠেছে। উনি বাড়িতে একাই থাকতেন। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। বাইরের গেটও ভিতর থেকেই লাগানো ছিল। দেখে অস্বাভাবিক কোনও ঘটনা মনে হচ্ছে না। পুলিশ তদন্ত করলেই বিষয়টা স্পষ্ট হবে।”
তবে পুলিশ সবদিক খোলা রেখেই তদন্ত করছে। মঞ্জুলা সরকারের মুখে রক্তের দাগ পাওয়া গিয়েছে। তাই এই ঘটনা স্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা সবদিক খোলা রেখেই তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় সোদপুর অরবিন্দ পল্লি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: Murshidabad Murder: দুপুরে রুমমেটদের বলেছিলেন শপিং মলে যাচ্ছেন, মেসের সামনেই গুলির পর কোপ ছাত্রীকে
আরও পড়ুন: স্লিভলেস নীল টপ ভাসছে রক্তে, মেসের সামনে পড়ে রয়েছেন তরুণী… ভরসন্ধ্যায় কলেজ ছাত্রীকে কুপিয়ে ‘খুন’