Saugata Roy: ‘তখন আমায় নাই বা মনে রাখলে…’, সৌগত রায়ের হল কী?
TMC: বৃহস্পতিবার বরাহনগর পুরসভার এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানেই সৌগত রায় বলেন, "আমার সাংসদের ১৫ বছর সম্পূর্ণ হতে চলল। এরপর কী হবে আমি জানি না। দল কাকে মনোনয়ন দেবে, যদি আমায় মনোনয়ন দেবে আমি জিততে পারব কি না সবই অনিশ্চয়তা।"
উত্তর ২৪ পরগনা: আদি-নব্য দ্বন্দ্বের মাঝে সংশয়ের সুর সৌগত রায়ের গলায়। দমদমের সাংসদ তিনি। তবে এবার নতুন করে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে বর্ষীয়ান এই সাংসদের মনে। সে কথা প্রকাশ্যে বলেওছেন তিনি। বৃহস্পতিবার বরাহনগর পুরসভার এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানেই সৌগত রায় বলেন, “আমার সাংসদের ১৫ বছর সম্পূর্ণ হতে চলল। এরপর কী হবে আমি জানি না। দল কাকে মনোনয়ন দেবে, যদি আমায় মনোনয়ন দেবে আমি জিততে পারব কি না সবই অনিশ্চয়তা।”
এরপরই রবীন্দ্রনাথ ঠাকুরের শরণ নিয়ে সৌগত রায়কে বলতে শোনা গিয়েছে, ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে…। কে বলে গো সেই প্রভাতে নেই আমি। সকল খেলায় করব খেলা এই আমি। কে বলে গো সেই প্রভাতে নেই আমি। নতুন নামে ডাকবে মোরে বাঁধবে নতুন বাহুডোরে আসব যাব চিরদিনের সেই আমি। তখন আমায় নাই বা মনে রাখলে…।’ (সৌগতর বক্তব্য অপরিবর্তিত)
লোকসভা ভোটে এবার শাসকদলের প্রার্থিতালিকার দিকে নজর সব মহলের। বিশেষ করে প্রবীণ-নবীন কোন্দলের আবহে কারা টিকিট পাচ্ছেন, বাদ-ই বা পড়ছেন কারা তা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে হিসাবনিকাশ শুরু হয়ে গিয়েছে। ভোট ঘোষণা এখন সময়ের অপেক্ষা। ফলে প্রার্থিতালিকা নিয়ে সবদলের অন্দরেই আলাপ আলোচনা চলছে। সে আবহে সৌগত রায়ের এই বক্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।