Anubrata Sent To Jail: প্রভাবশালী তত্ত্বের সামনে ধোপে টিকল না অসুস্থ হওয়ার যুক্তি, জেলেই গেলেন কেষ্টা
অনুব্রত মণ্ডলের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আসানসোলের বিশেষ সিবিআই আদালতের। অর্থাৎ, আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত কারাবাসেই থাকতে হবে গরু পাচারকাণ্ডে অভিযুক্ত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।
আসানসোল: জামিনের আবেদন খারিজ। অনুব্রত মণ্ডলের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আসানসোলের বিশেষ সিবিআই আদালতের। অর্থাৎ, আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত কারাবাসেই থাকতে হবে গরু পাচারকাণ্ডে অভিযুক্ত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। সিবিআইয়ের অফিসাররা চাইলে জেলে গিয়েও অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে পারে, এমনই নির্দেশ বিচারকের।
বুধবার আসানসোলের বিশেষ আদালতে তোলা হলে আজ শুরুতেই অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। অনুব্রত মণ্ডল অসুস্থ এবং সিবিআই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তদন্ত করছে, এই অভিযোগকে সামনে রেখেই শুরু হয় সওয়াল জবাব। অনুব্রত মণ্ডলের আইনজীবীর তরফে সওয়াল করা হয়, ‘আমার মক্কেল অসুস্থ, তাঁকে যেকোনও শর্তে জামিন দেওয়া হোক’। যার পাল্টা সওয়াল করেন সিবিআইয়ের আইনজীবী। তাঁদের বক্তব্য, “অনুব্রত মণ্ডল প্রভাবশালী। তিনি তদন্তে অসহযোগিতা করছেন।”
সিবিআইয়ের আইনজীবী বলেন, অনুব্রত মণ্ডল প্রভাবশালী, তিনি জামিন পেলে তদন্তে প্রভাব খাটাতে পারেন। এর ফলে বিঘ্নিত হতে পারে গোটা তদন্ত প্রক্রিয়া। সিবিআইয়ের আইনজীবীরা আদালতকে জানান, গরু পাচার মামলায় জড়িত বর্ডার সিকিউরিটি ফোর্সও। এটি একটি ‘ন্যাশনাল ক্রাইম’। যদিও অনুব্রত মণ্ডলের আইনজীবীর তরফে ‘প্রভাবশালী তত্ত্ব’ খণ্ডনের যাবতীয় চেষ্টাই আজ জলে গিয়েছে। এককথায় তা ধোপে টেকেনি। ঘণ্টাখানেকের এই সওয়াল জবাবের পর বিচারক অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেলের নির্দেশ দেন।