বিজেপির মিছিলে গুলি, রণক্ষেত্র আসানসোল
এই ঘটনা ঘিরে সকাল থেকেই রাজনৈতিক তরজায় সরগরম জেলা।
আসানসোল: বিজেপির মিছিলে চলল গুলি। পড়ল বোমা। শনিবার সকালে এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত পশ্চিম বর্ধমানের আসানসোলের বারাবনি। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। দুই বিজেপি কর্মীর পায়ে গুলি লেগেছে বলেও সূত্রের খবর। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপির লোকজন তাদের ছেলেদের মারধর করেছে। বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সত্যজিৎ বিশ্বাস খুনে মুকুল রায়ের নামে চার্জশিট সিআইডি-র
বিজেপির অভিযোগ, এইভাবে রাজ্যজুড়ে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। মানুষের মধ্যে ভয় তৈরি করতে চাইছে। তারই প্রতিবাদে এদিনের মিছিল। মিছিল থেকে স্লোগান ওঠে ‘আর নয় অন্যায়’। এদিন বারাবনির জামগ্রাম থেকে কাপিষ্টা পর্যন্ত বিজেপির মিছিল হওয়ার কথা ছিল। সেই মিছিল ঘিরেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। অভিযোগ, মিছিলে জমায়েত শুরু হতেই হামলা করে দুষ্কৃতীরা।
আরও পড়ুন: কৃষক-কেন্দ্র বৈঠকের আগে মোদীর বাসভবনে শাহ, রাজনাথ
বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়ের দাবি, “তৃণমূলের মদতপুষ্ট গুন্ডারাই এই হামলার পিছনে রয়েছে।” অন্যদিকে বারাবনি তৃণমূল নেতৃত্বের দাবি জামগ্রাম এলাকায় দুয়ারে সরকার কর্মসূচি ছিল। এই কর্মসূচিকে ভেস্তে দিতেই বিজেপি এই মিছিলের ডাক দেয়। ব্লক তৃণমূল সভাপতি অসিত সিংয়ের দাবি, “তৃণমূল কর্মীদের উপর হামলা চালিয়েছে বিজেপি। তারাই ঝাড়খণ্ড থেকে দুষ্কৃতী এনে বোমা, গুলি চালিয়েছে। তৃণমূল সমর্থকদের মোটর বাইক পোড়ানো হয়েছে।” এদিন বারাসতে বিজেপির এক কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বারাবনির এই ঘটনার নিন্দা করেন। বলেন, তৃণমূল যতই হিংসার রাজনীতি করুক না কেন আগামী দিনে বিজেপিই সরকার গড়বে।