Asansol: কাপড় শুকানোকে কেন্দ্র করে হাতাহাতি, চলল গুলি, রণক্ষেত্র কুলটি
Asansol: অভিযোগ, পেশায় পুরোহিত সঞ্জীব উত্তেজনার আবহে আচমকা বাড়ি থেকে বন্দুক বের করে আয়ূষকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। স্থানীদের মোবাইলে তোলা ছবিতে সঞ্জীব শর্মার হাতে দেশি বন্দুকও দেখা যায়।
আসানসোল: কাপড় শুকানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর ঝামেলা। বেরিয়ে পড়ল বন্দুক। চলল গুলি। রণক্ষেত্র আসানসোলের কুলটি থানার শীতলপুর এলাকা। বিবাদ চরমে উঠলে দুই প্রতিবেশী লাঠি নিয়ে একে অপরকে মারধর করেন বলে জানা যাচ্ছে। হাতও ভেঙে যায় একজনের। কিন্তু প্রতিবেশী পুরোহিতের কাছে কী করে আগ্নেয়াস্ত্র এল? উঠছে প্রশ্ন।
শীতলপুরে ইসিএলের চার নম্বরে পাশাপাশি রয়েছে দু’টি আবাসন। একটি কালীচরণ রামের, অন্যটি সঞ্জীব শর্মার। স্থানীয় সূত্রে খবর, কালীচরণের পরিবার ভেজা কাপড় মেলায় শুরু হয় বিবাদ। প্রথমে কথা কাটাকাটি, তারপর হাতাহাতি, তারপর লাঠি নিয়ে চড়াও হয় একে অপরের উপর। এরইমধ্যে হাত ভেঙে যায় কালীচরণের। বাবাকে বাঁচাতে গিয়ে সঞ্জীব ও তাঁর ছেলে পিন্টু শর্মার আক্রমণের মুখে পড়ে কালীচরণের ছেলে আয়ূষ সোম।
অভিযোগ, পেশায় পুরোহিত সঞ্জীব উত্তেজনার আবহে আচমকা বাড়ি থেকে বন্দুক বের করে আয়ূষকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। স্থানীদের মোবাইলে তোলা ছবিতে সঞ্জীব শর্মার হাতে দেশি বন্দুকও দেখা যায়। এদিকে উত্তেজনার খবর ততক্ষণে চলে গিয়েছে পুলিশের কাছে। সঞ্জীব ও পিন্টুকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু বন্দুকটির খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় লোকজন বলছেন, পুলিশ দেখে বন্দুকটি সামনের পুকুরে ফেলে দিয়েছেন সঞ্জীব। তল্লাশি চালাচ্ছে পুলিশ।