পশ্চিম বর্ধমান: ভুয়ো আইএএস, ভুয়ো সিবিআইয়ের পর এ বার ভুয়ো পঞ্চায়েত প্রধান। অভিযুক্ত তৃণমূল (TMC) নেতা। জামুড়িয়ার তপসি পঞ্চায়েতের ঘটনা। পঞ্চায়েত অফিসে প্রধানের ব্যক্তিগত চেম্বারে বসে প্রধান সেজে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন স্থানীয় তৃণমূল নেতা রাজু মুখোপাধ্যায়। ছবি ভাইরাল হতেই হাতেনাতে ধরা পড়েন তৃণমূল নেতা।
অভিযোগ, তপসি পঞ্চায়েত প্রধান সুশান্ত গোপের অনুপস্থিতির সুযোগে ব্যক্তিগত চেম্বারে ঢুকে তাঁরই চেয়ারে বসে ছবি তোলেন অভিযুক্ত রাজু মুখোপাধ্য়ায়। শুধু তাই নয়, সেই ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ারও করেন তিনি বলে অভিযোগ। সেই ছবিতে ওই তৃণমূল (TMC) নেতার অনুগামীরা নানা মন্তব্যও করেন বলে অভিযোগ। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ছবি। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন ব্লক নেতৃত্ব। এমনকী অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন পঞ্চায়েতকে।
পঞ্চায়েত প্রধান সুশান্ত গোপ বলেন, “এখন কাজের খুব চাপ। আমি দুপুরে বাড়িতে খেতে গিয়েছিলাম। অফিসের চেয়ার তো আর বাড়িতে তুলে নিয়ে যাব না! আমার অবর্তমানে কেউ যদি সেই চেয়ারে বসে থাকেন তবে, তা নিয়ে আমার কিছু বলার নেই। কারণ, আমি সেখানে উপস্থিত ছিলাম না। পরে আমায় ফোন করে জানানো হয়। সকলেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি দেখে আমায় ফোন করেছেন। এ বিষয়ে দল ও উচ্চ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে তাই গৃহীত হবে।”
পাল্টা, অভিযুক্ত তৃণমূল (TMC) নেতার কথায়, “আমরা বেশ কয়েকজন মিলে পঞ্চায়েত অফিসে গিয়েছিলাম। বেশ কিছু কাজ ছিল। অফিসে চেয়ার কম ছিল বলে আমরা ভাগাভাগি করে চেয়ারে বসেছিলাম। পঞ্চায়েত প্রধানের চেয়ারে আমি বসিনি। তার পাশের চেয়ারে বসেছিলাম। উপপ্রধানও উপস্থিত ছিলেন। তিনিও দেখেছেন। আমি পঞ্চায়েত প্রধানের চেয়ারে বসলে তিনি কি আমায় বলতেন না কিছু? আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”
তপসি পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন, সাধারণত পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের চেয়ার ফাঁকাই থাকে। স্থান সঙ্কুলান ঘটলেও সেখানে কেউ বসে না। অভিযুক্ত তৃণমূল নেতা রাজু মুখোপাধ্যায়ও পঞ্চায়েত প্রধানের পাশের অন্য় একটি চেয়ারে বসেছিলেন। তাঁকে মিথ্যাই অভিযুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পঞ্চায়েত উপপ্রধান। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শাসক শিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির। স্থানীয় বিজেপি নেতৃত্বের কথায়, “ওই তৃণমূল নেতার আর দোষ কী? সরকারি অফিস আর পার্টি অফিসের ফারাক তৃণমূল নেতাকর্মীরা জানেন না বলেই এই ধরণের ঘটনা ঘটছে। এটাই ওদের কালচার।” তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে সরব পঞ্চায়েতেরই অন্য় সদস্যরা। পঞ্চায়েত প্রধান সেজে ওই তৃণমূল নেতা কোনও সুবিধা নিয়েছেন কি না তাও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ব্লক নেতৃত্ব। আরও পড়ুন: আদালতের ‘ক্লিনচিট’ পেলেন বার্লা, আদিবাসী মহিলা ধর্ষণ-কাণ্ডে জামিনপ্রাপ্তি অভিযুক্তের