আসানসোল: নদীতে স্নান করতে নেমেছিলেন দুই যুবক। কিন্তু তখনই মর্মান্তিক ঘটনা। স্রোতের সঙ্গে পাল্লা দিতে না পেরে তলিয়ে যায় তাঁরা। মঙ্গলবার বরাকরে নদীতে স্নান করতে নেমে এই ঘটনা ঘটে। মৃতের নাম অঙ্কিত প্রধান ও আনেশ কুমার। দুই যুবক কুলটির বাসিন্দা।এই ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানান, কুলটি থেকে কয়েক বন্ধু মিলে বরাকরে নদীতে স্নান করতে আসে। সেই সময়ই নদীতে নেমে দুইজন তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে বরাকর ফাঁড়ির পুলিশ পৌঁছায়।”
এরপর পুলিশের উপস্থিতিতে স্থানীয়রা নদীতে নেমে তলিয়ে যাওয়া ওই দুই যুবককে উদ্ধার করে। পুলিশ দুইজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বস্তুত, কয়েকদিন আগের ঘটনা। বৃহস্পতিবার পরিত্যক্ত পাথর খাদানে স্নান করতে এসেছিল দুই যুবক। কিন্তু ৩০০ ফুট গভীর পাথর খাদানের জলে নেমে হল বিপত্তি। মুহূর্তের মধ্যে তলিয়ে যায় তারা। মৃত মহম্মদ বরকাতুল্লা আনসারি (১৯) ও বুধার মহম্মদ ফারহান (১৭)-কে উদ্ধারের জন্য নামে জেলা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দফতর বাহিনী। কিন্তু ব্যার্থ হয় তাঁরা। এরপর শুক্রবার সকাল নাগাদ কলকাতা থেকে এনডিআরএফের উদ্ধারকার দলের আসার কথা ছিল। দুই যুবকের পরিবারের সদস্য সহ স্থানীয় বাসিন্দারা শুক্রবার সকাল থেকে ঘটনাস্থলে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছিলেন। কিন্তু উদ্ধারকারী দল কলকাতা থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত আসেনি। অথচ পুলিশের তরফে বারবার তাদের আশ্বাস দেওয়া হয় যে তারা আসছে।
আরও পড়ুন: BJP: দুষ্কৃতীরাও বসেছে মণ্ডল সভাপতির পদে! বিস্ফোরক অভিযোগ তুলে ইস্তফার হুঁশিয়ারি বিজেপি কর্মীদের
আরও পড়ুন: Lottery : ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন নয়, রাতারাতি কোটিপতি মালদার ভাগচাষি