Pujoy Pulse: ‘একটু চটপটাপন জাগায়ে বাচপান’, গোলমোল মুখে দিতেই কবিতা বলল খুদে

Oct 07, 2024 | 11:38 PM

Pujoy Pulse: এবার পালস ট্যাবলো পৌঁছল আসানসোলে। আর ট্যাবলো যেতেই পড়ে গেল হইচই। সবাই চাইছে একবার অন্তত পালস গোলমোলের মজা নিতে। হুড়মুড়িয়ে সবাই এগিয়ে এলেন পালস ট্যাবলোর কাছে। আট থেকে আশি সকলেই জমালেন ভিড়।

Follow Us

আসানসোল: পুজোর আগেই নতুন-নতুন চমক নিয়ে হাজির হয়েছে টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন ২। নতুন স্বাদের এই ক্যান্ডি খেয়েছেন? না খেলে একবার অন্তত এটা টেস্ট করে দেখতে পারেন। মুখে দিতেই তেঁতুলের স্বাদ মন কেড়ে নেবে সবার।

এবার পালস ট্যাবলো পৌঁছল আসানসোলে। আর ট্যাবলো যেতেই পড়ে গেল হইচই। সবাই চাইছে একবার অন্তত পালস গোলমোলের মজা নিতে। হুড়মুড়িয়ে সবাই এগিয়ে এলেন পালস ট্যাবলোর কাছে। আট থেকে আশি সকলেই জমালেন ভিড়।

এক উৎসুক ব্যক্তি বললেন, “আমি খেয়েছি। ভালই লাগছে এর স্বাদ।” এক নাবালিকা বলল, “এর আগে পালস খেয়েছি। এটাও খেলাম। খুব ভাল। একটু টক ঝাল আছে। বেশ ভাল। একটু চটপটাপন জাগায়ে বাচপান।” এ দিন মৃৎশিল্পী মহাদেব বাউড়িকে সম্মানিত করল টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন ২। মহাদেববাবু বলেন, “আমার মতো শিল্পীকে কোম্পানি সম্মান দিল অসংখ্য ধন্যবাদ। আগেও পালস খেয়েছি। তবে এটা চটপটা।”

আসানসোল: পুজোর আগেই নতুন-নতুন চমক নিয়ে হাজির হয়েছে টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন ২। নতুন স্বাদের এই ক্যান্ডি খেয়েছেন? না খেলে একবার অন্তত এটা টেস্ট করে দেখতে পারেন। মুখে দিতেই তেঁতুলের স্বাদ মন কেড়ে নেবে সবার।

এবার পালস ট্যাবলো পৌঁছল আসানসোলে। আর ট্যাবলো যেতেই পড়ে গেল হইচই। সবাই চাইছে একবার অন্তত পালস গোলমোলের মজা নিতে। হুড়মুড়িয়ে সবাই এগিয়ে এলেন পালস ট্যাবলোর কাছে। আট থেকে আশি সকলেই জমালেন ভিড়।

এক উৎসুক ব্যক্তি বললেন, “আমি খেয়েছি। ভালই লাগছে এর স্বাদ।” এক নাবালিকা বলল, “এর আগে পালস খেয়েছি। এটাও খেলাম। খুব ভাল। একটু টক ঝাল আছে। বেশ ভাল। একটু চটপটাপন জাগায়ে বাচপান।” এ দিন মৃৎশিল্পী মহাদেব বাউড়িকে সম্মানিত করল টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন ২। মহাদেববাবু বলেন, “আমার মতো শিল্পীকে কোম্পানি সম্মান দিল অসংখ্য ধন্যবাদ। আগেও পালস খেয়েছি। তবে এটা চটপটা।”

Next Article