দুর্গাপুর: রাত তখন প্রায় একটা। চারদিক শুনশান। সেই নিঃশব্দতা ভেঙে মাঝে মধ্যে হুঁশ করে ছুটে যাচ্ছে গাড়ি। নাইট কার্ফু হওয়ায় গাড়ির চাপ তুলনামূলক কম। জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্প। সেই পেট্রোল পাম্পের ভিতর বসেছিলেন চার কর্মী। হঠাৎই দরজা ঠেলে ঢুকল একদল দুষ্কৃতী। কারও হাতে বন্দুক, কারও হাতে ধারাল ছুরি। এক পেট্রোল পাম্প (Petrol Pump) কর্মীর কপালে ঠেকিয়ে শুরু হল লুঠপাট। বুধবার মধ্যরাত্রে দুঃসাহসিক ডাকাতির অভিযোগ উঠল অণ্ডালের ডুবচুরুরিয়ায় জাতীয় সড়কের ধারে থাকা পেট্রোল পাম্পে। ঘটনার তদন্ত শুরু করেছে অণ্ডাল থানার পুলিশ।
বুধবার রাত ১ টা নাগাদ ছ’-সাতজনের এক ডাকাতদল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে পেট্রোল পাম্পে চড়াও হয় বলে অভিযোগ। মারধর করা হয় পাম্পে কর্মরত কর্মচারীদের। বন্দুক দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় এক পেট্রোল পাম্প কর্মীর। এরপরই পেট্রোল পাম্প থেকে নগদের বাক্স ভেঙে প্রায় এক লক্ষ ছ’ হাজার টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। অণ্ডাল থানার অন্তর্গত ডুবচুরুরিয়া মোড়ের কাছে জাতীয় সড়কের পাশে এই ঘটনায় বৃহস্পতিবার শোরগোল পড়ে যায়।
পাম্প কর্মী আকাশ ধীবর জানান, ছ’ সাতজনের দুষ্কৃতী দল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোজা পেট্রোল পাম্পের ভিতর ঢুকে পড়ে। কিছু বোঝার আগেই কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হম্বিতম্বি শুরু করে দেয়। বাকিরা যখন অস্ত্র তাক করে দাঁড়িয়ে, দু’জন নগদের বাক্সের দিকে হাত বাড়ায়। লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।
দুষ্কৃতীদের মারধরে পেট্রোলপাম্পের এক কর্মী গুরুতর আহত হন। তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পেট্রোল পাম্পের মালিক সুকুমার পাণ্ডে জানান, এই ধরনের ঘটনা এর আগে কখনও ঘটেনি। এমনকী ছোটখাটো চুরির ঘটনাও ঘটেনি এই পাম্পে। এই পেট্রোল পাম্পের নিরাপত্তাও যে প্রশ্নের মুখে পড়তে পারে, তা কল্পনাই করতে পারেননি তিনি। পেট্রোল পাম্পের মালিকের অনুমান, এই ঘটনা পূর্বপরিকল্পিত হলেও হতে পারে। অথবা কেউ কোনেও শত্রুতার কারণেও এ ঘটনা ঘটাতে পারে। তবে জাতীয় সড়কের পাশেই পেট্রোল পাম্পে এরকম ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে অণ্ডাল থানার পুলিশ।
#Trending | দুঃসাহসিক ডাকাতি অন্ডালে। সশস্ত্র দুষ্কৃতীরা অবাধে লুট করল জাতীয় সড়কের পাশের পেট্রোল পাম্পে। পাম্পের কর্মীদের বেধড়ক পিটিয়ে, বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে অবাধে লুট করে তাঁরা।
সব খবর: https://t.co/qlLoSyDMN9#AndalPetrolPump | #Robbery | #NationalHighway pic.twitter.com/gPiRcyXoEP
— TV9 Bangla (@Tv9_Bangla) September 2, 2021
পেট্রোল পাম্পের মালিক সুকুমার পাণ্ডের কথায়, “আমার এখানে কোনওদিনই আলাদা করে নিরাপত্তা কর্মী রাখিনি। এখানে চারজন কর্মী থাকেন। ওনারাই আমার সমস্ত নিরাপত্তার দায়িত্বে। এটা খুবই শান্ত এলাকা। কোনওরকম ঝুট ঝামেলার কিছু কোনওদিনই সে অর্থে ঘটেনি। ডাকাতির তো প্রশ্নই নেই। চার বছর হল আমার পেট্রোল পাম্পের। কোনও চুরির ঘটনাও ঘটেনি। তবে দিন দশেক আগে এটার পাশে একটা চায়ের দোকান আছে সেখানে চুরি হয়েছিল। তারপর বুধবার গভীর রাতে আমার এখানে এই ঘটনা ঘটল। পিস্তল, চাকু, ভোজালি নিয়ে পাম্পের ভিতর ঢুকেছিল ছয় সাতজন। ছেলেগুলোকে মারধর করে ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে পালায়। সিসিটিভি দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।” আরও পড়ুন: ‘হাব অ্যান্ড স্পোক’ মডেলে এবার কোভিডকে ঘায়েল করতে চাইছে রাজ্য