Chandrakona Body Recover: আলু ক্ষেতের মধ্যেই দেখা গিয়েছিল তাঁকে, প্রৌঢ় ভয় ধরাল গ্রামবাসীদের মনে

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 15, 2022 | 10:41 AM

Chandrakona Body Recover: চন্দ্রকোণার মদনচক গ্রামে বাসিন্দা তাঁর জমিতে কাজ করতে গিয়েছিলেন। তখনই ক্ষেতের মধ্যে কিছু একটা পড়ে থাকতে দেখেন। কিছুটা কাছে যেতে তিনি প্রথম ব্যক্তির পা দেখতে পান।

Chandrakona Body Recover: আলু ক্ষেতের মধ্যেই দেখা গিয়েছিল তাঁকে, প্রৌঢ় ভয় ধরাল গ্রামবাসীদের মনে
চন্দ্রকোণায় দেহ উদ্ধার (নিজস্ব চিত্র)

Follow Us

পশ্চিম মেদিনীপুর: আলুর ক্ষেতের মধ্যে কিছু একটা পড়ে রয়েছে। সাতসকালেই মাঠে গিয়ে দেখতে পেয়েছিলেন চাষিরা। কাছে যেতেই দেখেন, উপুড় হয়ে পড়ে রয়েছে এক ব্যক্তি। তাঁর মাথার পিছনে একটা গভীর ক্ষত। রক্ত বেরিয়ে জমাট বেঁধেছে। চতুর্দিকে চাপ চাপ রক্তের দাগ। জমাট বেঁধে তা কালচে হয়েছে। সাতসকালেই আলুর ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুধু মাথাতেই নয়, ওই ব্যক্তির শরীরের একাধিক জায়গায় ক্ষত রয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে চন্দ্রকোণার মদনচক গ্রামে। স্থানীয়দের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। মাথায় ধারাল কোন বস্তু দিয়ে আঘাত করার ফলে এই মৃত্যু বলে অনুমান করছে স্থানীয় বাসিন্দাদের। জানা যাচ্ছে মৃত ব্যক্তির নাম অশোক দিগার (৪৫)।

চন্দ্রকোণার মদনচক গ্রামে বাসিন্দা তাঁর জমিতে কাজ করতে গিয়েছিলেন। তখনই ক্ষেতের মধ্যে কিছু একটা পড়ে থাকতে দেখেন। কিছুটা কাছে যেতে তিনি প্রথম ব্যক্তির পা দেখতে পান। বিপদ আঁচ করেই তিনি স্থানীয় আরও অনেককে ডেকে আনেন। খবর যায় চন্দ্রকোণা থানায়। পুলিশ গিয়ে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, কোনও ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে। শরীরের একাধিক জায়গায় ক্ষত রয়েছে। কেন খুন, সেটাই খতিয়ে দেখছে পুলিশ। মৃতের ছেলের কথায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। তাঁর দাবি, গ্রামের এক মহিলার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল বাবার। এই নিয়ে ওই মহিলার পরিবারের লোকজনের আপত্তি ছিল। এর আগেও একাধিকবার খুনের হুমকি দিয়েছিল ওই মহিলার পরিবার। এই ঘটনায় তাঁদেরই হাত থাকতে পারে বলে মনে করছেন তিনি।  ঘটনাকে ঘিরে এলাকায় দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে চন্দ্রকোণা থানার পুলিশ।

আরও পড়ুন: Boy Killed mother: মর্মান্তিক! খেলার ছলে নিজের মা’কেই হত্যা করল দুধের শিশু, শুনলে চমকে উঠবেন

আরও পড়ুন Musk Challenges Putin: এবার পুতিন-মাস্ক একক লড়াই? রুশ প্রেসিন্ডেন্টকে চ্যালেঞ্জ টেসলা কর্ণধারের

Next Article