Debra: থানা থেকে অদূরে ক্যানেল থেকে দেহ উদ্ধার, রহস্য
Debra: প্রথমে স্থানীয় বাসিন্দারাই দেহটি ভেসে থাকতে দেখেন। তাঁরাই থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ক্যানেল থেকে দেহ উদ্ধার করে। দেহটি ডেবরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠান।
পশ্চিম মেদিনীপুর: থানা থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে ক্যানেল থেকে দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ডেবরায়। জানা গিয়েছে, সোমবার ভোরে ডেবরা থানা থেকে মাত্র কয়েকশো মিটার দূরে বালিচক লকগেট এলাকায় খালের জলে এক ব্যক্তির দেহ ভাসতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শক্তিপদ সিট (৩৪)। তাঁর বাড়ি নারায়নগড় থানার রাজপুর এলাকায়।
প্রথমে স্থানীয় বাসিন্দারাই দেহটি ভেসে থাকতে দেখেন। তাঁরাই থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ক্যানেল থেকে দেহ উদ্ধার করে। দেহটি ডেবরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শক্তিপদ ডেবরা এলাকায় তাঁর শ্বশুরবাড়িতেই পরিবার নিয়ে থাকতেন।
পরিবারের সদস্যরা গিয়ে দেহ শনাক্ত করেন। তবে কীভাবে এই ঘটনা, তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরাও। দুর্ঘটনা নাকি খুন, তা খতিয়ে দেখছে ডেবরা থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।