IIT Kharagpur Student Death: ২২ বছরের পড়ুয়ার হার্টঅ্যাটাক ; খড়গপুর IIT-তে আবারও ছাত্রের মৃত্যু ঘিরে বাড়ছে জল্পনা

IIT Kharagpur Student Death: বুধবার রাত্রিবেলা আর কে হল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। খবর দেওয়া হয় পুলিশে। খড়গপুর টাউন থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

IIT Kharagpur Student Death: ২২ বছরের পড়ুয়ার হার্টঅ্যাটাক ; খড়গপুর IIT-তে আবারও ছাত্রের মৃত্যু ঘিরে বাড়ছে জল্পনা
ফের ছাত্রের মৃত্যু (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jun 22, 2023 | 10:17 AM

খড়গপুর: আবার রহস্যমৃত্যু আইআইটি-র এক ছাত্রের। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুর আইআইটি-তে। সূত্রের খবর, মৃতের নাম সূর্যে দীপান (২২)। ইন্টার্নশিপ করছিলেন তিনি। সূর্যের বাড়ি কেরলের তিরুবন্তপুরমে।

বুধবার রাত্রিবেলা আর কে হল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। খবর দেওয়া হয় পুলিশে। খড়গপুর টাউন থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা ওই পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন। তবে ঠিক কী কারণে মৃত্যু তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও, প্রাথমিক রিপোর্টে পেয়ে পুলিশ জানিয়েছে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে ছাত্রের। তবে এই মৃত্যু নিয়ে খড়গপুর আইআইটি-র কর্তৃপক্ষর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য, গত ১৪ই অক্টোবর আইআইটি খড়গপুরের লালা লাজপত রায় হলের একটি কক্ষ থেকে ফাইজান আহমেদের পচা গলা দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যা বলে উল্লেখ থাকলেও নিহতের বাবা পুলিশে আপত্তি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল র‌্যাগিংয়ের পর তাঁর ছেলেকে খুন করা হয়েছে। এই ঘটনার পর তদন্তের জন্য সিট গঠনের নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। ফাইজানের মৃত্যু ঘিরে যখন মামলা চলছে তখন আরও এক ছাত্রের মৃত্যুর ঘটনায় গুঞ্জন।