Medinipur: ‘পোস্টারের মানে আপনারা সকলেই বুঝতে পারছেন! কোন সমাজে ডাক্তারদের হাটে বাজারে ঘুরতে হয়?’
Medinipur: ওই চিকিৎসক নিজেই টিভি ৯ বাংলার ক্যামেরা দেখিয়ে বললেন,"এই পোস্টারের ছবি তুলুন। প্রতিবাদ তো শিক্ষিত সমাজ করছে। অশিক্ষিতরা তো করছে না। এই পোস্টারের মানে নিশ্চয়ই আপনারা সকলে বুঝতে পারছেন।"
মেদিনীপুর: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বসেছেন তাঁরা। এরই মধ্যে মেদিনীপুর মেডিক্যালে দেখা গেল ভিন্ন ছবি। দেখা যাচ্ছে, বাঁশের মাথায় একটি পোস্টার সাঁটানো। সেখানে লেখা, “অগা-লগা-বগাদের ভয়ে কাজ শুরু করলাম।” আর তার নিচে বসেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মোস্ট সিনিয়র ডাক্তার। এর থেকেই উঠছে প্রশ্ন নাম না করে কাদের কথা লেখা প্ল্যাকার্ডে? কাউকে কী দুষছেন? কোথাও কী চাপ তৈরি করা হচ্ছে?
ওই চিকিৎসক নিজেই টিভি ৯ বাংলার ক্যামেরা দেখিয়ে বললেন,”এই পোস্টারের ছবি তুলুন। প্রতিবাদ তো শিক্ষিত সমাজ করছে। অশিক্ষিতরা তো করছে না। এই পোস্টারের মানে নিশ্চয়ই আপনারা সকলে বুঝতে পারছেন। এই ভাবে আন্দোলন শেষ করা যাবে? এই সব করলে আন্দোলনের তীব্রতা বাড়বে। মানুষকে ক্ষেপিয়ে দিলে ঝাঁঝ বাড়বে। এই লেখাটা ভাল করে দেখান। লোকে বুঝবে। কোন সমাজে চিকিৎসদের হাটে-বাজারে ঘুরতে হয়? কীসের জন্য? সমস্ত স্তরে খারাপ লোক রয়েছে। আধ ঘণ্টা লাগত না এই কেস সলভ করতে। বারো ঘণ্টা পরে পুড়িয়ে দেওয়ার পর এফআইআর করা হচ্ছে। এর থেকে লজ্জার আর কী?”
চিকিৎসকের ভাষাতে স্পষ্ট কেউ বা কারা এসে হুমকি দিচ্ছে। কিন্তু কারা? নাম উল্লেখ করেননি ওই প্রবীণ ডাক্তার। এ দিকে, চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করেছেন রোগীর পরিজনরাও। নক্কারজনক ঘটনার প্রতিবাদে সামিল তাঁরাও।