‘রাতারাতি দেখলাম আমার দোকানটা তৃণমূলের দলীয় কার্যালয় হয়ে গেল…’

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 11, 2021 | 10:42 AM

Kharagpur: মঙ্গলবার তাঁর দোকানেই তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয় বানিয়ে ফেলে।

রাতারাতি দেখলাম আমার দোকানটা তৃণমূলের দলীয় কার্যালয় হয়ে গেল...
নিজস্ব চিত্র

Follow Us

পশ্চিম মেদিনীপুর: বেশ কয়েকদিন ধরে দেখছিলেন, তাঁর দোকানের বাইরে ঘাসফুলের পতাকা ঝুলছে। তাতে বিশেষ আমল দেননি। আগের দিন দেখে গেলেন দোকানের বাইরে ঝুলছে তৃণমূলের পতাকা, পরের দিন সকালে দেখলেন দোকান হয়ে গিয়েছে তৃণমূলের কার্যালয়ই! টাঙানো সাইন বোর্ড, চেয়ার টেবিল পাতা ঘরে… দোকান দখল করে তৃণমূলের বিরুদ্ধে দলীয় কার্যালয় বানানোর অভিযোগ তুললেন ব্যবসায়ী। অভিযোগ ঘিরে চাঞ্চল্য খড়্গপুরে (Kharagpur)।

খড়্গপুর ১ নম্বর ব্লকের যফলা এলাকায় দীর্ঘদিন ধরে গঙ্গেশ্বর প্যড়িয়াল নামে এক ব্যক্তির খাওয়ার দোকান ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি বছর খানেক ধরে দোকান বন্ধ রেখেছিলেন। দোকানদারের বয়ান অনুযায়ী, তৃণমূল কংগ্রেস ভোটে জেতার পর তাঁর দোকানের সামনে দলের পতাকা লাগিয়ে দেয়।

মঙ্গলবার তাঁর দোকানেই তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয় বানিয়ে ফেলে। দোকানদার গঙ্গেশ্বর বলেন, “আমার এটা চল্লিশ বছরের পুরাতন খাবারের দোকান। শারীরিক অসুস্থতার জন্য এই দোকান কিছুদিন বন্ধ ছিল। তৃণমূলের লোকেরা ভোটের পরে এসে দলের পতাকা লাগিয়ে দেন। কিন্তু দোকান বন্ধ ছিল। কালকে এসে দেখছি আমার দোকান দখল করে তৃণমূলের সাইনবোর্ড লাগিয়ে দলীয় কার্যালয় তৈরি করে নিয়েছে।”

দোকানদারের বক্তব্য, “এখন আমার সমস্যা হচ্ছে এই দোকান আমার জীবিকা ছিল। পুলিশকে জানিয়েছিলাম কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি।”

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির সদস্য অশোক শাসমল বলেন, “এই দোকান ওঁ বানিয়েছেন আমাদের জানা নেই। ২৫-৩০ বছর আগের কথা বলছেন হয়তো। কিন্তু ১৬-১৮ বছর ধরে দোকানটা একদম বন্ধ হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এখানে ছেলেরা আড্ডা দিত, অসামাজিক কার্যকলাপ হত। তারপরে আমরা গঙ্গেশ্বরের কাছে গিয়ে কিছু টাকা পয়সা দেওয়ার বিনিময়ে দোকানটি নিয়ে দলের অফিস করার কথা বলি। তিনি আমাদের হাতে চাবি তুলে দেন।”

তৃণমূল নেতার পাল্টা বক্তব্য, “কিছু লোকের উস্কানি এবং বেশি টাকা দেওয়ার প্রলোভন দেখানোয় আমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওঁ। দেখা যাক কী হয়।”  আরও পড়ুন: রোজ মত্ত হয়ে বাড়ি ফিরে নাতনির ওপর অত্যাচার করত আমার ছেলে! ঠাকুরদার বয়ানে শিহরিত পুলিশও

Next Article