Paschim Medinipur: পিষে মারছে গবাদি পশুকে, বাড়ি থেকে বেরোতেই ভয় পাচ্ছে মানুষ, গড়বেতায় এখন শুধুই আতঙ্ক
TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী
Updated on: Jan 06, 2023 | 9:43 AM
Paschim Medinipur: প্রশাসনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা।
Jan 06, 2023 | 9:43 AM
হাতির তাণ্ডবে বেসামাল গড়বেতা এক নম্বর ব্লকের খড়কাটা গ্রামের মানুষজন। ফসলের ক্ষতি , বাড়ি নষ্ট, গবাদি পশুর মৃত্যু সবই হয়েছে হাতির তাণ্ডবে আর তার ফলে ক্ষোভে ফুঁসছে গ্রামের মানুষজন ।
1 / 5
গড়বেতা এক নম্বর ব্লকের খড়কাটা এলাকায় হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি এলাকায় । ৩০ থেকে ৪০ টি হাতি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। এলাকায় একাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। আহত হয়েছে আরও বেশ কিছু গবাদি পশু।
2 / 5
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পাঁচটি মাটির বাড়ি ভেঙেছে এলাকায়। প্রায় দেড়শ বিঘা জমির ফসল নষ্ট হয়েছে হাতির পায়ের চাপে। বনদফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী ।
3 / 5
সারা রাত ধরে বনদফতরের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনরকম সাহায্য পাননি তাঁরা । হাতির তাণ্ডবে ক্ষিপ্ত হয়ে রয়েছেন এলাকার মানুষজন। জঙ্গলমহল এলাকায় শীতের মরসুমে প্রত্যেক বছরই হাতি তাণ্ডব চালায়।
4 / 5
বিগত দু'বছর ধরে ক্রমাগত হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জঙ্গলমহলের বিভিন্ন এলাকা । ঘটনার খবর দেওয়া হয় গড়বেতা এক নম্বর ব্লকের বিডিও ও প্রশাসনিক আধিকারিকদের।।