Bengal Panchayat Election: দলীয় প্রচারে বেরিয়ে স্থানীয় বাসিন্দার মাথা ফাটানোর অভিযোগ, গ্রেফতার বিজেপি প্রার্থী
Bengal Panchayat Election: অভিযোগ, শনিবার নিজের এলাকায় বাড়ি-বাড়ি প্রচার করছিলেন পলাশবাবু। তখনই চন্দন ব্যানার্জী নামে এক বাসিন্দা পরিকল্পিত ভাবে তাঁর উপর চড়াও হয়। এমনকী বিজেপি কর্মীদের মারধর করেন। এরপর আচমকাই নিজের মাথা দেওয়ালে ঠুকে ফাটিয়ে দোষ চাপিয়ে দেন পলাশবাবুর উপর।
চন্দ্রকোনা: কী কাণ্ড! প্রচারে বেরিয়ে এক বাসিন্দাকে মারধরের অভিযোগ। গ্রেফতার বিজেপি-র পঞ্চায়েত সমিতির প্রার্থী পলাশ বাগ। যদিও, অভিযোগ অস্বীকার তাঁর। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী পলাশ বাগ। তিনি এইবার ওই অঞ্চল থেকে দাঁড়িয়েছেন।
অভিযোগ, শনিবার নিজের এলাকায় বাড়ি-বাড়ি প্রচার করছিলেন পলাশবাবু। তখনই চন্দন ব্যানার্জী নামে এক বাসিন্দা পরিকল্পিত ভাবে তাঁর উপর চড়াও হয়। এমনকী বিজেপি কর্মীদের মারধর করেন। এরপর আচমকাই নিজের মাথা দেওয়ালে ঠুকে ফাটিয়ে দোষ চাপিয়ে দেন পলাশবাবুর উপর।
বিজেপি প্রার্থীর দাবি, এরপর পুলিশের কাছে মিথ্যা কথা গিয়ে বলেন। চন্দনের সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছএ পলাশকে। এর পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে মনে করছে গেরুয়া শিবির। যদিও, অভিযোগ অস্বীকার করেছে তারা। আজ অভিযুক্তকে ঘাটাল আদালতে তোলা হলে পুলিশ তাঁকে দু’দিনের হেফাজত দিয়েছে।
গোটা ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল বুথ সভাপতি তরুণ পাত্র বলেন, “সম্পূর্ণটাই বিজেপি-র গোষ্ঠী কোন্দলের ফল। আমাদের দল এলাকায় যথেষ্ঠ উন্নতি করেছে। সেই কারণে বিরোধীরা আর কোনও ইস্যু পাচ্ছিল না। নিজেরাই দেখুন মারপিট করতে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে। আর চন্দন ব্যানার্জীকে চিনি না তিনি আমাদের দলের কেউ নন।”