AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Burdwan: স্কুলে না গেলে দিতে হবে ২০০ টাকা! অভিযোগ উঠতেই নড়চড়ে বসল স্কুল কর্তৃপক্ষ

Burdwan: অভিভাবকদের দাবি, অনুপস্থিতির কারণ দেখিয়ে ভেদিয়া উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই স্কুল ফি বাবদ ৪০০ টাকা ও পরবর্তীতে পর্যাপ্ত উপস্থিতি না থাকার জন্য ২০০ টাকা করে নেওয়া হয়।

Burdwan: স্কুলে না গেলে দিতে হবে ২০০ টাকা! অভিযোগ উঠতেই নড়চড়ে বসল স্কুল কর্তৃপক্ষ
| Edited By: | Updated on: Jul 19, 2025 | 8:59 AM
Share

আউশগ্রাম: অনুপস্থিতির কারণ দেখিয়ে রসিদ ছাড়াই ছাত্রছাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া হচ্ছে। এমনই অভিযোগ উঠল বর্ধমানের আউশগ্রামে। যদিও বাড়তি টাকা নেওয়া আইনসিদ্ধ নয় বলেই অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে আউশগ্রামের ভেদিয়া উচ্চবিদ্যালয়।

অভিযোগ, বাড়তি টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁকে অন্ধকারে রেখেই টাকা নেওয়া হচ্ছিল বলে দাবি করেছেন ভেদিয়া উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক দেবাশিস মিশ্র। এইভাবে টাকা নেওয়া ঠিক নয় বলেই দাবি করেছেন তিনি।

অভিভাবকদের দাবি, অনুপস্থিতির কারণ দেখিয়ে ভেদিয়া উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই স্কুল ফি বাবদ ৪০০ টাকা ও পরবর্তীতে পর্যাপ্ত উপস্থিতি না থাকার জন্য ২০০ টাকা করে নেওয়া হয়। অভিযোগ, এই ২০০ টাকা আবার যাদের পর্যাপ্ত উপস্থিতি আছে, তাদের কাছ থেকেও আদায় করা হয়।

ছাত্র-ছাত্রীরা এই বিষয়ে সরব হতেই ভুল স্বীকার করে স্কুল। বিদ্যালয়ের করণিক আব্দুল আলিম মণ্ডল বলেন, ‘আমি একটা ভুল করে ফেলেছি। টাকা ফেরত দিয়ে দেব বলেছিলাম।’ বাড়তি হিসেবে নেওয়া টাকা দ্রুত ফেরত দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্কুলের ক্লার্ক।

বিষয়টি নিয়ে জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) দেবব্রত পালের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার বিষয়টি জানা নেই। তবে অনুপস্থিতির কারণ দেখিয়ে এভাবে ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া যায় না। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।”