Aveek Dey: তৃণমূলের ছাত্র নেতার সঙ্গে অভীক দে’র ছবি ভাইরাল, নয়া বিতর্ক এবার
Aveek Dey: স্বরাজ ঘোষের বক্তব্য অভীক দে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা। বর্ধমান জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ বলেন, "অভীক দে একজন ডাক্তার। রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন। সেই একই সংগঠনের আমিও একজন কর্মী। সেই হিসাবে পরিচয়।"
পূর্ব বর্ধমান: গত কয়েকদিনে একাধিকবার শিরোনামে উঠে এসেছেন অভীক দে। আইএমএ বেঙ্গল যাঁকে বলছে, এসএসকেএমের সার্জারি বিভাগের পোস্ট গ্র্যাজুয়েট প্রথম বর্ষের ট্রেনি। সেই অভীকের সঙ্গে এবার বর্ধমান জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষের ছবি ভাইরাল। এই ছবিকে সামনে রেখে বিরোধীরা বলছে, শিকড় অনেক দূর গিয়েছে। টান পড়লে অনেক নামই উঠে আসবে। যদিও স্বরাজ এসব গুরুত্বই দিতে নারাজ।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
স্বরাজ ঘোষের বক্তব্য অভীক দে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা। বর্ধমান জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ বলেন, “অভীক দে একজন ডাক্তার। রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন। সেই একই সংগঠনের আমিও একজন কর্মী। সেই হিসাবে পরিচয়।”
স্বরাজ ও অভীকের একাধিক ছবি সামনে এসেছে। কোনও ছবি মন্দিরে তোলা, কোনওটা বার্থ ডে পার্টির, কোনওটা বিয়েবাড়ির। স্বরাজের বক্তব্য, “ছবি থাকতেই পারে। অনেকেরই এরকম ছবি থাকে। এগুলো নিয়ে রাজনীতির কোনও মানে নেই। বিরোধীরা অভিযোগ তো করবেই।”
বর্ধমান জেলা বিজেপির মুখপাত্র চিকিৎসক সৌম্যরাজ বন্দ্যোপাধ্য়ায় বলেন, “এক জায়গায় বসে প্ল্যান করলে ছবিতে দেখা যাবেই। মানুষ দেখতে পাবে। একটা ছবি তো প্রকাশ পেয়েছে। এরকম বহু ছবি আছে, যেভাবে স্বরাজ আর অভীক ঘোষ একসঙ্গে আছেন। অভীক দে মেডিক্যাল দেখছে, স্বরাজ বাকি কলেজগুলো দেখছে। এবার মানুষ পথে নেমেছে।”