Dilip Ghosh: ‘দেখা করতে এলাম…’ প্রমা হঠাৎ সামনে আসতেই দিলীপ দেখে বলে ফেললেন ‘এমা এখানে…’! নারীবিদ্বেষী বিতর্কের মাঝেই সাড়া ফেললেন দিলীপের এই ‘প্রমা’

Dilip Ghosh: বলেন, "গুডমর্নিং! আপনার আরএসএস-এর ঘাঁটি নাগপুর থেকে আমি এসেছি, দেখা করব বলে।" একথা বলা মাত্রই দিলীপ ঘোষ পায়ে হাত দিয়ে তাঁকে প্রণাম করলেন। সবাই তখন হতচকিত। মহিলা বলে ওঠেন, "এমা! দাদা ছিঃ ছিঃ... কী করছেন আপনি..."

Dilip Ghosh: 'দেখা করতে এলাম...' প্রমা হঠাৎ সামনে আসতেই দিলীপ দেখে বলে ফেললেন 'এমা এখানে...'! নারীবিদ্বেষী বিতর্কের মাঝেই সাড়া ফেললেন দিলীপের এই 'প্রমা'
Follow Us:
| Edited By: | Updated on: Mar 27, 2024 | 4:41 PM

বর্ধমান: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তাঁকে শোকজ করেছে দল। ঠিক এই বিতর্কের মাঝেই প্রচারে বেরিয়ে মহিলাদের সঙ্গেই বেশিরভাগ সময় কাটালেন দিলীপ। এক মহিলার পায়ে হাত দিয়ে প্রণাম করলন, আবদার করলেন তাঁর সঙ্গে ছবি তুলবেন বলেও, ছবি তুললেনও, হাসলেন, আলাপচারিতা করলেন, বললেন, ‘আপনিই তো মা…’ বুধবার দিলীপ ঘোষকে যে ভূমিকায় দেখা গেল, আগে তাঁকে সেই মেজাজে খুব একটা দেখা যায়নি।

বুধবার বর্ধমান টাউন হল চত্বরে সকালে হাঁটতে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। এদিন তাঁর মেজাজই ছিল অন্যরকম। দিলীপ ঘোষকে দেখে এগিয়ে এসেছিলেন সেখানকার অনেক মহিলা, তাঁর অনুগামীরা। সে সময়ে এক মেরুন রঙের কুর্তি পরা মহিলা এগিয়ে আসেন। নাম প্রমা! দিলীপ ঘোষকে দেখে তিনি বলেন, “গুডমর্নিং! আপনার আরএসএস-এর ঘাঁটি নাগপুর থেকে আমি এসেছি, দেখা করব বলে।” একথা বলা মাত্রই দিলীপ ঘোষ পায়ে হাত দিয়ে তাঁকে প্রণাম করলেন। সবাই তখন হতচকিত। মহিলা বলে ওঠেন, “এমা! দাদা ছিঃ ছিঃ… কী করছেন আপনি…” দিলীপ ঘোষ বলেন, “সকালবেলা মাতৃদর্শন! সর্বমঙ্গলার রূপ!”

এরপর সেই মহিলা আবদার করেন, “দাদা একটা সেলফি তুলব আপনার সঙ্গে।” দিলীপ ঘোষ বলেন, ‘না না সেলফি কেন, ক্যামেরাপার্সন আছে আমাদের সঙ্গে।’ মহিলা ব্যাগ থেকে নিজের মোবাইল ফোন বার করেন। সামনে থাকা এক ব্যক্তিকে মোবাইলটা দিয়ে ছবি তুলে দিতে বলেন। কিন্তু মোবাইল লক ছিল। তখন ওই ব্যক্তি মোবাইলের লকটি মহিলাকে খুলে দিতে বলেন। মহিলা বলে ওঠেন, ‘এমা! ক্যামেরাটা বার করতে পারছি না।’ যদিও মোবাইলের ক্যামেরা ওই ব্যক্তিই বার করে নেন। তখন দিলীপ কার্যত ওই মহিলাকে ভেঙিয়েই বলেন, ‘এমা!’  হাসিমুখে ছবি তোলেন ওই মহিলার পাশে দাঁড়িয়ে। যাওয়ার আগে দিলীপ ঘোষ আবারও বলে যান, ‘ইয়ে মা! আপনি তো অটোমেটিক মা…’

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জেরে তৃণমূলের তরফ থেকে নারীবিদ্বেষী তকমা দাগিয়ে দেওয়া হয়েছে দিলীপ ঘোষের ওপর। মুখ খুলেছেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্যরা। মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে অভিযোগও জানিয়েছেন তাঁরা। যদিও দিলীপ ঘোষ তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। বলেছেন, ‘আমার শব্দ প্র‍য়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে। আমার পার্টিও বলেছে। যদি তাই হয় তাহলে আমি তার জন্য দু:খিত।’ নারীবিদ্বেষী এই বিতর্কের মাঝেই এদিন আরও একাধিক মহিলার মাঝে দেখা যায় দিলীপ ঘোষকে।