Bardhaman: একদিনের মধ্যেই উধাও হুকিং, বিধায়কের শ্বশুরবাড়ি গিয়ে খালি হাতে ফিরল বিদ্যুৎ দফতর
Bardhaman: উল্লেখ্য, ঘটনাটি ঘটেছিল পূর্ব বর্ধমান খণ্ডঘোষে। সেখানে বিধায়কের শ্বশুড়বাড়ি। আর সেই বাড়িরই বিদ্যুৎ সংযোগ করা হয়েছিল কি না হুকিং করে। সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ উঠেছিল বিধায়কের নিকটাত্মীয়দের একাধিক বাড়িতে।
পূর্ব বর্ধমান: তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগের শ্বশুরবাড়ির লোকজন বেআইনিভাবে হুকিং করে বাড়িতে বিদ্যুত ব্যবহার করছেন। এই অভিযোগ উঠতেই শোরগোল পড়ে গিয়েছিল। সেই ঘটনায় এবার বিধায়কের শ্বশুরবাড়িতে হাজির বিদ্যুৎ দফতর। জেলা প্রশাসনের তরফে আগেই জানানো হয়েছিল বিদ্যুৎ দফতর তদন্ত করবে। কিন্তু বিদ্যুৎ বিভাগের রিজিওনাল ম্যানেজার গৌতম দত্ত জানিয়েছেন, চেকিংয়ে গিয়ে বে-আইনি হুকিংয়ের সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংবাদ মাধ্যমে খবর প্রকাশ্যের জেরেই তড়িঘড়ি খুলে ফেলা হয়েছে হুকিং।
উল্লেখ্য, ঘটনাটি ঘটেছিল পূর্ব বর্ধমান খণ্ডঘোষে। সেখানে বিধায়কের শ্বশুড়বাড়ি। আর সেই বাড়িরই বিদ্যুৎ সংযোগ করা হয়েছিল কি না হুকিং করে। সরকারি বিদ্যুৎ চুরির অভিযোগ উঠেছিল বিধায়কের নিকটাত্মীয়দের একাধিক বাড়িতে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভুল স্বীকার করেছিলেন বিধায়কের শাশুড়ি সুমিত্রা রায় ও সম্বন্ধী অভিজিৎ রায়। সুমিত্রা রায় বলেন, “এটা ভুল হয়েছে। প্রায় ১০ হাজার টাকা ইলেকট্রিক বিল এসেছিল। সেই টাকা দেওয়ার মতো সাধ্য নেই। ছেলেরা সে রকম কোনো কাজ করে না। দুদিনের জন্য হুকিং করা হয়েছে। সেটা খুলে দেওয়া হবে।”
এই ঘটনায় গতকালই জেলাশাসক আয়েষা রানি এ জানিয়েছিলেন, এই বিষয়ে বিদ্যুৎ দফতরকে খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলা হবে। তারপরে চেকিংয়ে যায় বিদ্যুৎ দফতর। সেই চেকিংয়েই হুকিং খুঁজে পাওয়া যায়নি বলে জানালেন তারা।