AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Burdwan: দেশের মধ্যে প্রথম স্থান, কাটোয়াকে গর্বিত করলেন নিলুফা ইয়াসমিন

Burdwan: স্কুল জীবন থেকেই পড়াশোনায় মনোযোগী ও মেধাবী ছিলেন নিলুফা। স্নাতক ও স্নাতকোত্তর স্তরেও ভাল ফল করেছিলেন তিনি।

Burdwan: দেশের মধ্যে প্রথম স্থান, কাটোয়াকে গর্বিত করলেন নিলুফা ইয়াসমিন
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 25, 2025 | 12:34 AM
Share

কাটোয়া: নিজের সাফল্যে গোটা কাটোয়াকে গর্বিত করলেন নিলুফা ইয়াসমিন। সদ্য প্রকাশিত ইউজিসি নেট জেআরএফ, ২০২৫-এর পরীক্ষায় ১০০ পার্সেন্টাইল নম্বর পেয়ে সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অর্জন করেলেন নিলুফা। পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের পালিটা রোড এলাকার বাসিন্দা তিনি। সর্বভারতীয় স্তরের এই পরীক্ষায় তাঁর এই অসাধারণ কৃতিত্বে খুশির জোয়ার কাটোয়া জুড়ে।

স্কুল জীবন থেকেই পড়াশোনায় মনোযোগী ও মেধাবী ছিলেন নিলুফা। স্নাতক ও স্নাতকোত্তর স্তরেও ভাল ফল করেছিলেন তিনি। শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেওয়ার ইচ্ছা থেকেই শুরু করেছিলেন UGC NET ও JRF-এর প্রস্তুতি। তবে এই পথ মোটেও মসৃণ ছিল না। আগেও দু’বার পরীক্ষায় বসে সফল হতে পারেননি তিনি। কিন্তু তাতে দমে যাননি নিলুফা। এগিয়ে গিয়েছেন দৃঢ় সংকল্প নিয়ে।

নিলুফা বলেন, “প্রথম দু’বার ব্যর্থ হই। মন খারাপ হয়েছিল, কিন্তু কখনও ভেঙে পড়িনি। জানতাম আমি পারব। এবার লক্ষ্য ছিল শুধু পাশ করা নয়, শীর্ষে পৌঁছনো।” তার সেই লক্ষ্য পূরণ হয়েছে। ফল প্রকাশের দিন নিজের ফলাফল দেখে প্রথমে বিশ্বাসই করতে পারেননি নিলুফা।

তাঁর এই গল্প আজকের এবং আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য এক দৃষ্টান্ত। বারবার ব্যর্থ হলেও হাল না ছেড়ে, আত্মবিশ্বাস ও অধ্যবসায় নিয়ে লড়ে গেলে সাফল্য আসবেই। এটাই বোধ হয় প্রমাণ করলেন তিনি। তাঁর বাবা মোল্লা মহম্মদ বিল্লাল খোয়াই বান্ধা গোরক্ষনাথ হাইস্কুলের প্রধান শিক্ষক আর মা রউসোনা খাতুন পাহাড়পুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।