Purbo Burdwan: নার্সিংহোম মালিকের গাড়ির কাচে চিড়, বর্ধমান শহরে চলল গুলি

Purbo Burdwan: গুলির শব্দ শুনতে পেয়েছিলেন। কিন্তু সে সময়ে আর বাড়ির বাইরে বের হননি নার্সিংহোমের মালিক। পরের দিন থানায় খবর দেন। তল্লাশিতে এক রাউন্ড কার্তুজ গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়।  বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে।

Purbo Burdwan: নার্সিংহোম মালিকের গাড়ির কাচে চিড়, বর্ধমান শহরে চলল গুলি
গাড়িতে গুলি!Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2024 | 4:39 PM

বর্ধমান: এবার বর্ধমান শহরে চলল গুলি। একটি নার্সিংহোমের মালিকের চারচাকা গাড়িতে রাতের অন্ধকারে খুব কাছ থেকে গুলি চালানো হয় বলে অভিযোগ। বর্ধমান টাউনশিপের ইন আর লিংক রোডের পাশে দেবজিৎ ঘোষের বাড়ি। রাতে তাঁর চারচাকা গাড়িটি বাড়ির সামনে রাখা ছিল। পাশ্ববর্তী বাড়ির সিসিটিভি ফুটেজে দেখে যায়, একটি বড় চার চাকা গাড়িতে দুষ্কৃতিরা আসে। গাড়ির পিছনের ডান দিকের কাচে গুলি চালায়।

গুলির শব্দ শুনতে পেয়েছিলেন। কিন্তু সে সময়ে আর বাড়ির বাইরে বের হননি নার্সিংহোমের মালিক। পরের দিন থানায় খবর দেন। তল্লাশিতে এক রাউন্ড কার্তুজ গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়।  বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে। পুলিশ পাশাপাশি বেশ কয়েকটি বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে। গাড়িটি শনিবার সন্ধ্যায় সাড়ে ছ’টায় রাখা হয় এবং রবিবার সকাল সাড়ে ন’য় টায় বিষয়টি নজরে আসে।

কে বা কারা গুলি চালাল, তা স্পষ্ট নয় নার্সিংহোমের মালিকের কাছেও। তাঁর কাছে আগে কখনও হুমকিও আসেনি বলে জানান তিনি। কিছুদিন আগে বেলগড়িয়াতেও এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালনার অভিযোগ ওঠে। সেক্ষেত্রে তোলা না পেয়ে গুলি চালানোর অভিযোগ ছিল। কিন্তু এক্ষেত্রে সেরকমও কিছু ঘটেনি বলে নার্সিংহোম মালিকের দাবি। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)