Debangshu Bhattacharya: গিয়েছিলেন ‘জনগণের গর্জন’ শোনাতে, ‘চোর চোর’ স্লোগান শুনে ফিরতে হল দেবাংশুকে

TMC: সোমবারই কলকাতা হাইকোর্টে এসএসসি মামলার চূড়ান্ত রায় ঘোষণা হয়েছে। ২০১৬ সালের নিয়োগ প্যানেলের গোটাটাই বাতিল করে দিয়েছে আদালত। আদালত নির্দেশনামায় উল্লেখ করেছে, ১৭ রকম ভাবে বেনিয়ম হয়েছে। হাইকোর্টের রায়ে কাজ হারাতে বসেছেন প্রায় ২২ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী।

Debangshu Bhattacharya: গিয়েছিলেন 'জনগণের গর্জন' শোনাতে, 'চোর চোর' স্লোগান শুনে ফিরতে হল দেবাংশুকে
প্রচারে দেবাংশু ভট্টাচার্যImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Apr 24, 2024 | 3:41 PM

নন্দীগ্রাম: ভোটের প্রচারে বেরিয়ে এবার ‘চোর চোর’ স্লোগানের মুখে পড়তে হল তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে। বুধবার দুপুরে নন্দীগ্রামে ভেকুটিয়া এলাকায় জনসংযোগে বেরিয়েছিলেন তৃণমূলের যুব নেতা। পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছিল দেবাংশুর প্রচার গাড়ি। টোটোয় মাইক বসানো। সেখান থেকে তারস্বরে চলছিল ‘জনগণের গর্জন’ গান। সেই সময়েই রাস্তার ধারে বিজেপির পতাকা হাতে, পদ্ম ফুলের টুপি মাথায় জড়ো হন কিছু স্থানীয় মানুষজন। সেই ভিড়ের মধ্যে থেকেই দেবাংশুর সামনে উড়ে আসে ‘চোর চোর’ স্লোগান। অভিযোগ তোলা হচ্ছে, বিজেপির সমর্থকরাই এই স্লোগান দিয়েছেন।

সোমবারই কলকাতা হাইকোর্টে এসএসসি মামলার চূড়ান্ত রায় ঘোষণা হয়েছে। ২০১৬ সালের নিয়োগ প্যানেলের গোটাটাই বাতিল করে দিয়েছে আদালত। আদালত নির্দেশনামায় উল্লেখ করেছে, ১৭ রকম ভাবে বেনিয়ম হয়েছে। হাইকোর্টের রায়ে কাজ হারাতে বসেছেন প্রায় ২২ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। এদিকে বিরোধী দলগুলি হাইকোর্টের রায়ের পর আরও ঝাঁঝালো আক্রমণ শানাতে শুরু করেছে রাজ্যের শাসক শিবিরকে। বিরোধীদের বক্তব্য, হাইকোর্টের রায়ে আরও স্পষ্ট হয়েছে নিয়োগে দুর্নীতির অভিযোগ।

এসবের মধ্যেই এবার লোকসভা ভোটের প্রচারে নেমে ‘চোর চোর’ স্লোগানের মুখে পড়তে হল তমলুকের তৃণমূল প্রার্থীকে। দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য, ‘শুধু স্লোগানই নয়, তারা আমাদের উপর হামলাও চালিয়েছে। ব্যক্তিগতভাবে আমাকে ধাক্কাও মারা হয়েছে। আমরা সেখানে কর্মসূচি শেষ করে এক কর্মীর বাড়িতে খেতে যাচ্ছিলাম। সেখানে যাওয়ার পথেই কিছু মানুষ রাস্তা ঘিরে এই ঘটনা করে। সেই বার আমরা চলেও যায়, তারপর ফেরার সময় আবার তারা রাস্তা ঘিরে ধরে।’ দেবাংশুর অভিযোগ, বিজেপির কর্মী-সমর্থকরাই এই ঘটনা ঘটিয়েছে।

যদিও বুধবারের এই ঘটনা প্রসঙ্গে এখনও পর্যন্ত বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।