Purba Medinipur: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিঠিতেই হল কাজ! ৬ কোটি টাকায় তৈরি হচ্ছে নতুন স্টেশন

Purba Medinipur: স্থানীয় বাসিন্দারা হল্ট স্টেশনের দাবিতে গত কয়েক বছর ধরে আন্দোলন চালিয়ে আসছেন। চলতি বছরের জানুয়ারি মাসে রেলের তরফ থেকে স্টেশনের জন্য জায়গা চিহ্নিত করে মাপজোক করা হয়েছিল। তবে স্টেশনের জন্য কোন অর্থ বরাদ্দ হচ্ছিল না।

Purba Medinipur: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিঠিতেই হল কাজ! ৬ কোটি টাকায় তৈরি হচ্ছে নতুন স্টেশন
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2024 | 9:01 PM

দীর্ঘ কয়েক বছরের দাবি মেনে চালু হচ্ছে নতুন হল্ট স্টেশন। আগামী বছরের এপ্রিল মাসের মধ্যেই কাজ শুরু হবে কাজ জানালেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তমলুকের রাজগোদা ও পাঁশকুড়ার রঘুনাথবাড়ি রেল স্টেশনের মাঝে নীলকুণ্ঠায় নতুন স্টেশন গড়ার জন্য স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন।

২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি মাসে নীলকুণ্ঠায় হল্ট স্টেশন গড়ার অনুমোদন দিয়েছিল রেল দফতর। কিন্তু তা নিয়ে টালবাহানা চলছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা হল্ট স্টেশনের দাবিতে গত কয়েক বছর ধরে আন্দোলন চালিয়ে আসছেন। চলতি বছরের জানুয়ারি মাসে রেলের তরফ থেকে স্টেশনের জন্য জায়গা চিহ্নিত করে মাপজোক করা হয়েছিল। তবে স্টেশনের জন্য কোন অর্থ বরাদ্দ হচ্ছিল না।

তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের কাছে বিষয়টি জানিয়েছিলেন আন্দোলনকারীরা। এরপর সাংসদ গত অগস্ট মাসে রেল দফতরের কাছে চিঠি দেন। দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র গত ১৮ সেপ্টেম্বর তমলুকের সাংসদকে চিঠি দিয়ে জানান, নীলকুণ্ঠায় প্যাসেঞ্জার হল্ট স্টেশনের ব্যাপারে রেল বোর্ড অনুমোদন দিয়েছে। এর জন্য ৬ কোটি ৫ লক্ষ ৭ হাজার ১৩৫ টাকার আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার নীলকুণ্ঠা এলাকায় রেললাইন পরিদর্শন ও স্টেশন তৈরির বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “স্টেশন তৈরির টাকা অনুমোদন হয়েছে, এটা একটা বড় প্রাপ্তি। স্থানীয় মানুষদের কাছে এটা অনেক আনন্দের। আশা করছি আগামী এপ্রিল মাসের মধ্যেই স্টেশন তৈরির কাজ শুরু হবে।” স্টেশন তৈরির অর্থ বরাদ্দ হয়েছে এবং কাজ দ্রুত শুরু হবে এই খবর দুই গ্রামের ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা খুশি।