Contai Municipality: ‘চোর চোর চোট্টা’ স্লোগান, কাঁথির পুরপ্রধানকে ঘিরে বিক্ষোভ
Contain Municipality: পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কাঁথি থানার বিশাল বাহিনী। তারপরে বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কাঁথি থানার পুলিশ ও পুরসভার কাউন্সিলররা।
পূর্ব মেদিনীপুর: কাঁথি পুরসভায় উঠল ‘চোর চোর চোট্টা’ স্লোগান। বিক্ষোভ দেখালেন পুরসভার অস্থায়ী কর্মীরা। ‘চোর চোর চোট্টা’ স্লোগান শুনতে হল কাঁথি পুরসভার বর্তমান পুরপ্রধান সুবল মান্নাকে। পুরসভা চালানোর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন অস্থায়ী পুরকর্মীরা। বুধবারে পর বৃহস্পতিবার। অস্থায়ী পুর কর্মীদের বিক্ষোভ অব্যাহত ছিল। দু’মাস অতিক্রান্ত হলেও বেতন না পেয়ে কাঁথি পুরসভায় পুরপ্রধান অফিসের সামনে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা। বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কাঁথি পুরসভা চত্বরে।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কাঁথি থানার বিশাল বাহিনী। তারপরে বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কাঁথি থানার পুলিশ ও পুরসভার কাউন্সিলররা। জানা যাচ্ছে, পুরসভার একাধিক অস্থায়ী কর্মীরা প্রায় দু’মাস ধরে কোন বেতন পাচ্ছেন না। একাধিক বার বেতন চাইতে গেলে তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
বৃহস্পতিবার অস্থায়ী কর্মীরা একজোট হয়ে পুরসভায় পুরপ্রধান সুবল কুমার মান্নার ঘরের সামনে বিক্ষোভ দেখান। অস্থায়ী কর্মীদের বিক্ষোভের জেরে একপ্রকার কাজ বন্ধ হয়ে যায়। অনেকের পুরসভার কাজে এসেই ফিরে যেতে হয়। কিন্তু বৃহস্পতিবার প্রায় শতাধিকের বেশি অস্থায়ী কর্মীরা পুরসভার পুরপ্রধানের অফিসের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে।
উত্তেজিত বিক্ষোভকারী অস্থায়ী কর্মীরা পুরপ্রধানের অফিসের সামনে এসে ‘চোর চোর চোট্টা’ সুবল মান্না বলে স্লোগান দিতে থাকে। কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠে অস্থায়ী কর্মচারীরা। বিক্ষোভ থামাতে ব্যর্থ হয় কাঁথি পুরসভায় পুরপ্রধান সুবল কুমার মান্না-সহ কাউন্সিলররা।
কাঁথি পুরসভার কাউন্সিলর অতনু গিরি বলেন, “আগামী মাসের ১০ তারিখের মধ্যে তাদের বেতন দেওয়া হবে৷ সমস্ত অস্থায়ী পুরকর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে।”
বিক্ষোভকারী এক অস্থায়ী কর্মী বলেন ” পুরসভা থেকে কার্যত পুরপ্রধান চুরি করছেন। নিজেদের পকেট ভারী করছে। যোগ্যতা নেই এই চেয়ারে বসার। আমাদের বেতন ইচ্ছে করে আটকে রেখেছে। বেতন না দিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামব।” যদিও এ বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য একাধিকবার কাঁথি পুরসভা পুরপ্রধান সুবল মান্নাকে ফোন করা হলে ফোন ধরেননি৷ তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি।
বিজেপি নেতা ও কাঁথি সাংগঠনিক সহ সভাপতি অসীম মিশ্র বলেন, “লুঠেরাদের রাজত্ব কীভাবে কায়েম হয়, তা দেখছে পৌরসভার বর্তমান বোর্ড।”