Dev-Suvendu: ‘আমরা অধিকারী ব্রাদার্স, আসুন…’, হঠাৎ শুভেন্দুকে কীসের জন্য আমন্ত্রণ দেবের?

Dev-Suvendu: প্রসঙ্গত, সৌজ্যনের রাজনীতিতে বরাবরই এগিয়ে দেব। বিভিন্ন সময়ে একাধিক ইস্যুতে দল-মত নির্বিশেষে দেবকে দেখা গিয়েছে একসঙ্গে কাজ করার বার্তা দিতে। এমনকী একবার তাঁকে দেখে জয়শ্রী রাম ধ্বনি দিলে সেখানেও দেব সৌজন্যতা দেখান।

Dev-Suvendu: 'আমরা অধিকারী ব্রাদার্স, আসুন...', হঠাৎ শুভেন্দুকে কীসের জন্য আমন্ত্রণ দেবের?
শুভেন্দুকে ভাই বলে ডাকলেন দেবImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2024 | 7:45 PM

পূর্ব মেদিনীপুর: দুজনেরই পদবী অধিকারী। দুজনই মেদিনীপুরের বাসিন্দা। তবে তাঁদের রাজনৈতিক দল ভিন্ন। কথা হচ্ছে ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে। আর এবার ঘাটাল প্ল্যান বাস্তবায়িত করতে শুভেন্দুকে আহ্বান দেবের। বললেন, “আমরা অধিকারী ব্রাদার্স। আসুন একসঙ্গে ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করি।”

প্রসঙ্গত, সৌজ্যনের রাজনীতিতে বরাবরই এগিয়ে দেব। বিভিন্ন সময়ে একাধিক ইস্যুতে দল-মত নির্বিশেষে দেবকে দেখা গিয়েছে একসঙ্গে কাজ করার বার্তা দিতে। এমনকী একবার তাঁকে দেখে জয়শ্রী রাম ধ্বনি দিলে সেখানেও দেব সৌজন্যতা দেখান। হাত মেলান বিজেপি কর্মীদের সঙ্গে। যদিও, এই সবের জন্য একাধিকবার দলেরই নেতা কুণাল ঘোষের কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। কিন্তু নিজের জায়গা থেকে পিছু পা হননি তৃণমূল সাংসদ।

রবিবারও দেখা গেল সেই সৌজন্যের রাজনীতি। দেব বললেন,”শুভেন্দুদা মেদিনীপুরের ছেলে আমারই মতো। আমি একটাই কথা বলতে চাই এটা রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকারেরও একটা দায়িত্ব হতে পারে। আমি জিতিনি বলে কাজ করব না এটা তো নয়। আমিও করি, তুমিও করো। অধিকারী ব্রাদার্সই নিক ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্যোগ।” তিনি আরও বলেন, “কিন্তু এটা তো কোনও ক্রিকেট ম্যাচ হচ্ছে না। শুভেন্দু অধিকারী ভার্সেস দীপক অধিকারী। আমি চাই অধিকারী ব্রাদার্স মিলে যাতে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্যোগ নেয়। আমি তো রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি। আর আমিও চাই শুভেন্দু অধিকারী কেন্দ্র সরকারকে বলুক। এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করার জন্য। এখানে আমি তুমি নয়। অধিকারী ব্রাদার্স মিলে করলে ভাল বার্তা যাবে।”