Digha Police: বেঙ্গালুরু ক্যাফেতে বিস্ফোরণে মূল চক্রীকে পাকড়াও, কেন্দ্র সম্মনীত দিঘার ৬ পুলিশ কর্তা-কর্মীকে
Digha Police: সম্মানীত হচ্ছেন সাব ইন্সপেক্টর উজ্জ্বল কুমার নস্কর, যিনি নন্দকুমার থানার ভারপ্রাপ্ত আধিকারিক, SOC সেলের ভারপ্রাপ্ত আধিকারিক, সাব ইন্সপেক্টর সৌরভ মিত্র, সাব ইন্সপেক্টর দেবনাথ রাজ , যিনি বর্তমানে অ্য়ান্টি ক্রাইম সেলের ভারপ্রাপ্ত আধিকারিক, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর শান্তনু নন্দন রাউত, বর্তমানে দিঘা থানায় কর্মরত, SOG সেলের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কিংশুক পাইন ও কনস্টেবল অনিমেশ গিরি।
পূর্ব মেদিনীপুর: বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে অভিযুক্ত দুই জঙ্গিকে গ্রেফতারে সাফল্যের পালক জেলা পুলিশের মুকুটে। ‘কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পুরস্কার ২০২৪’ পেল ৬ জন পুলিশ কর্মী।
২০২৪ সালের ১১ই এপ্রিল মধ্যরাতে NIA এবং পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ অভিযানে সৈকত শহর নিউ দিঘা থেকে গ্রেফতার করা হয়। বেঙ্গালুরু শহরের রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে অভিযুক্ত দুই ব্যক্তিকে। দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেন ৬ পুলিশ আধিকারিক। আর তারই স্বীকৃতি হিসাবে দেওয়া হল ‘কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক ২০২৪’।
সম্মানীত হচ্ছেন সাব ইন্সপেক্টর উজ্জ্বল কুমার নস্কর, যিনি নন্দকুমার থানার ভারপ্রাপ্ত আধিকারিক, SOC সেলের ভারপ্রাপ্ত আধিকারিক, সাব ইন্সপেক্টর সৌরভ মিত্র, সাব ইন্সপেক্টর দেবনাথ রাজ , যিনি বর্তমানে অ্য়ান্টি ক্রাইম সেলের ভারপ্রাপ্ত আধিকারিক, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর শান্তনু নন্দন রাউত, বর্তমানে দিঘা থানায় কর্মরত, SOG সেলের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কিংশুক পাইন ও কনস্টেবল অনিমেশ গিরি।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার সৌমদ্বীপ ভট্টাচার্য বলেন, “কেন্দ্র সরকারের এই স্বীকৃতিতে আমরা গর্বিত। সূত্র মারফত খবর পাওয়ার পর পুরো অপারেশন করা হয়েছে। আর পুরো অপারেশনের সামনে ছিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এই দক্ষ অফিসার ও কর্মীরা।”