Digha: কাঁকড়া খেয়ে প্রাণ গিয়েছে ৪ পর্যটকের! সৈকত শহরে আচমকা হানা খাদ্য দফতরের আধিকারীকদের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 29, 2021 | 6:04 PM

Purba Medinipur: খাবারের নমুনা পরীক্ষা করে দেখেন তাঁরা।

Digha: কাঁকড়া খেয়ে প্রাণ গিয়েছে ৪ পর্যটকের! সৈকত শহরে আচমকা হানা খাদ্য দফতরের আধিকারীকদের
খাবারের গুণগতমান পরীক্ষা করে দেখছেন আধিকারিকরা (নিজস্ব ছবি)

Follow Us

দিঘা: কয়েকদিন আগে কাঁকড়া খেয়ে সৈকতে মৃত্যু হয় এক পর্যটকের। একজনই নয় এইরকমভাবে নয়-নয় করে চার পর্যটকের প্রাণ গিয়েছে। সেই কারণেই এবার নড়েচড়ে বসল প্রশাসন। দিঘার সৈকত শহরে আচমকাই হানা দিল খাদ্য দফতরের আধিকারীকেরা। প্রতিটি হোটেল রেস্তোরাঁ থেকে সংগ্রহ করা হল খাদ্যের নমুনা। কিন্তু কেন এই অভিযান তা নিয়ে মন্তব্য করতে নারাজ আধিকারীকেরা।

তবে ওয়াকিবহাল মহলের ধারণা, গত এক বছরে দিঘায় বেড়াতে এসে কাঁকড়া খেয়ে ৪ পর্যটকের মৃত্যুর খবরেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। যদিও, দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপার সন্দীপ বাগের মতে, “যাদের মৃত্যু হয়েছে তাঁরা প্রত্যেকেই অ্যালার্জির রোগী ছিলেন।” তবে পর্যটকের জেলা প্রশাসন আরও বেশি সতর্কতার সঙ্গেই বিষয়টি দেখছে বলে খবর।

এদিন, বেলারদিকে অভিযানে নেতৃত্ব দেন নন্দীগ্ৰাম স্বাস্থ্য জেলা ফুড সেফটি অফিসাররা। খাওয়ারের গুণগত মান পরীক্ষা করার জন্য একাধিক নমুনা সংগ্রহ করেছেন তাঁরা। রামনগর ১ ব্লকের বিডিও বিষ্ণু পদ রায় জানান, “রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমানে পর্যটক ভিড় জমান দিঘায়। তাঁদের সুরক্ষার দিকটি খতিয়ে দেখতেই ব্লক প্রশাসন খাদ্য দফতর অভিযান শুরু করেছে।”

প্রসঙ্গত, করোনা আবহের দীর্ঘ খরা কাটিয়ে সবেমাত্র ঘুরে দাঁড়িয়েছে পর্যটন শহর দিঘা। ছুটির আমেজে প্রতিনিয়ত সৈকত শহরে ভিড় জমাচ্ছেন হাজার হাজার পর্যটক। বছর শেষের ছুটিতে সেই ভিড়ের চেহারা আরও জমজমাট। হোটেল রেস্টুরেন্টগুলিতে খাওয়ারের টেবিলেও নজর কাড়ছে লম্বা লাইন। কিন্তু এই ফাঁকে কোনও অসাধু ব্যবসায়ী যাতে খাওয়ারের গুনগত মান নিয়ে কাটাছেড়া করতে না পারে তা নিয়েই তৎপর হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।

তাছাড়াও গত ২১ নভেম্বরে দিঘায় বেড়াতে এসে সামূদ্রিক কাঁকড়া খেয়ে মৃত্যু হয়েছিল বেহালার বাসিন্দা সৌম্যদ্বীপ শিকদার-এর। এর এক মাসের ব্যবধানে গত ২৪ ডিসেম্বর একই ভাবে সামূদ্রিক কাঁকড়া খেয়ে মৃত্যু হয় বীরভূমের রামপুর হাটের বাসিন্দা ঋত্বিকা ভকৎ (১৮)। এই ঘটনার পরেই দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপার সন্দীপ বাগ পরিসংখ্যান দিয়ে জানান, গত এক বছরে কাঁকড়া খেয়ে ৪ পর্যটকের মৃত্যু হয়েছে। এরপরেই স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসে।

আরও পড়ুন: TMC Clash: রবি বনাম পার্থ: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে তুফানগঞ্জে তুফান! নামল কমব্যাট ফোর্স

আরও পড়ুন: Mercedes of Modi: মোদীর নতুন গাড়ির দাম ৪ কোটি! ১২ কোটি নয়, দাবি সরকারি সূত্রের

আরও পড়ুন: Mamata Banerjee meeting: ‘আগে সেকেন্ড ডোজ় হোক, তারপর তো বুস্টার ডোজ়’

Next Article