AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha: তিল ধারণের জায়গা নেই দিঘায়! চড়চড়িয়ে বাড়ছে হোটেলের দাম, কড়া পদক্ষেপের আশ্বাস জেলাশাসকের

Digha: পর্যটকদের একাংশ আবার বলছে, সুযোগ বুঝে নানা বহু হোটেলই বাড়তি টাকা চাইছে। কোনও কোনও হোটেলে এক্বেবারে দ্বিগুণ ভাড়া চাওয়া হচ্ছে বলে অভিযোগ। তাতে আরও বাড়ছে সমস্যা। কপালে চিন্তার ভাঁজ প্রশাসনেরও।

Digha: তিল ধারণের জায়গা নেই দিঘায়! চড়চড়িয়ে বাড়ছে হোটেলের দাম, কড়া পদক্ষেপের আশ্বাস জেলাশাসকের
ব্যাপক ভিড় দিঘায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jun 07, 2025 | 8:12 PM
Share

দিঘা: যেদিকে চোখ যায় সেদিকে শুধু মানুষ আর মানুষ। তিল ধারণের জায়গা নেই সৈকত নগরীতে। সপ্তাহান্তের ছুটি, সঙ্গে ইদ ও সামনে আবার জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে দিঘায় উপচে পড়ল ভিড়। হোটেলগুলিতে ঝুলছে ‘হাউসফুল’ বোর্ড। এই অবস্থা মাথা গোঁজার জন্য একফালি ঘর পেতেই রীতিমতো নাভিশ্বাস উঠছে দিঘায় আগত পর্যটকদের। একই ছবি মন্দারমণিতেও। অভিযোগ, এরইমধ্যে সুযোগ বুঝে কিছু হোটেল আবার অতিরিক্ত টাকা দাবি করে বসছে। হাত পাকাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। যদিও কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি।  

স্থানীয় সূত্রে খবর, পুরানো দিঘা থেকে নতুন দিঘা পর্যন্ত প্রায় হাজার খানেক হোটেলের অধিকাংশেরই প্রায় কোনও ঘর ফাঁকা নেই। হোটেল মালিকরা বলছেন রবিবার না পার হলে এখনই ভিড়ের চাপ কমছে না। দিঘা লাগোয়া শঙ্করপুর, তাজপুর এবং মন্দারমণিও একই ছবির সাক্ষী। হোটেল ব্যবসায়ী সংগঠনগুলির তথ্যও বলছে একই কথা। ভিড় সামাল দিতে মাঠে নেমেছে প্রচুর সংখ্যক পুলিশ। ট্র্যাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের দম ফেলার ফুরসত নেই। মেরিন ড্রাইভ থেকে শুরু করে, ১১৬ বি জাতীয় সড়ক পর্যন্ত সর্বত্রই শুধু গাড়ির সারি। 

অন্যদিকে পর্যটকদের একাংশ আবার বলছে, সুযোগ বুঝে নানা বহু হোটেলই বাড়তি টাকা চাইছে। কোনও কোনও হোটেলে এক্বেবারে দ্বিগুণ ভাড়া চাওয়া হচ্ছে বলে অভিযোগ। তাতে আরও বাড়ছে সমস্যা। এক পর্যটক বলছেন, “৮ তারিখ আমাদের বুকিং পেমেন্ট সব হয়ে গিয়েছিল। অনলাইনে করেছিলাম। ৬টা ঘর বুক করলেও তা শুরুতে দেয়নি। এখন বলছে আগের দামে দেবে না। আরও বেশি টাকা লাগবে। বলে আমরা বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হই।” যদিও কড়া হাতে এর মোকাবিলা করা হবে বলে জানাচ্ছেন জেলাশাসক। দিঘায় পর্যটক হেনস্থা ও যে কোনও সমস্যার জন্য প্রশাসনের তরফে হেল্প লাইন খোলা হয়েছে আগেই। পুলিশ বলছে সমস্যা হলেই তাতে ফোন করতে। একইসঙ্গে জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষেও ইতিমধ্যেই সেজে উঠতে শুরু করেছে দিঘার জগন্নাথ মন্দির। একইসঙ্গে রথযাত্রায় খোদ মুখ্যমন্ত্রীর আসার কথা রয়েছে। তাই আগাম সব প্রশাসনিক ব্যবস্থা ঠিক আছে কিনা এদিন তাঁর খোঁজ-খবর নেন জেলাশাসক। সংশ্লিষ্ট কর্তাদের নিয়ে বৈঠকও করেন।