Icare Lifetime Achievement Award : ‘আইকেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’-পেলেন জেইআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং
Icare Lifetime Achievement Award : সংবর্ধিত হলেন জেইআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং। হলদিয়ার ইন্ডিয়ান সেন্টার ফর অ্যাডভান্সমেন্ট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশন এ বছর তাঁদের 'আইকেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' এ সম্মানিত করল তরণজিৎ সিংকে।
হলদিয়া : সংবর্ধিত হলেন জেইআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং। হলদিয়ার ইন্ডিয়ান সেন্টার ফর অ্যাডভান্সমেন্ট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশন (Haldia Indian Center For Advancement Of Research And Education) এ বছর তাঁদের ‘আইকেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ এ সম্মানিত করল তরণজিৎ সিংকে। সোমবার হলদিয়ার হাতিবেরিয়ার এইচআইটির মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই সংবর্ধনা দেওয়া হল তাঁকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইকেয়ার এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, প্রাক্তন বিধায়ক ও হলদিয়ার প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত ড: লক্ষণ চন্দ্র শেঠ। এই অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা হলেন শ্রাচি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি, ইমামি গ্রুপের ডিরেক্টর আদিত্য আগরওয়াল। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলানা আবুল কালাম আজ়াদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈকত মৈত্র।
১৯৯৫ সালে পথ চলা শুরু আইকেয়ারের। ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পরের বছরই ড: লক্ষণ চন্দ্র শেঠ হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি নামে একটি কলেজ স্থাপন করেছিলেন। এটিই ছিল তাঁর তৈরি প্রথম প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ। তাঁর নেতৃত্বেই হলদিয়া আজ পশ্চিমবঙ্গের অন্যতম ব্যবসায়িক কেন্দ্র হিসেবে পরিচিত। লক্ষণ শেঠ এখনও অবধি ১৩ টি ইনস্টিটিউশন চালু করেছেন। সেই সবকটি ইন্সটিটিউশনই আইকেয়ারের অন্তর্গত। এই ১৩ ইন্সটিটিউশনের মধ্যে মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ডেন্টাল কলেজ, পলিটেকনিক কলেজ, ল কলেজ, ম্যানেজমেন্ট কলেজ এবং ফার্মাসি কলেজও রয়েছে। এই বছর আইকেয়ারের পক্ষ থেকে একটি স্কলারশিপ প্রদানের পদক্ষেপ গ্রহণ করা হবে। যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করবে তাদের স্কলারশিপ দেবে আইকেয়ার। বর্তমানে আইকেয়ারে মোট পড়ুয়া ১০০০০ জন। এখানে প্রায় ১৫০০ কর্মী নিযুক্ত রয়েছেন।
আইকেয়ার-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড: লক্ষণ চন্দ্র শেঠ এ ব্যাপারে বলেছেন, “শিক্ষা জগতের গুণসম্পন্ন ব্যক্তিত্বদের সম্মানিত করার পাশাপাশি আমরা এ বছর রাজ্যের একটি গ্রামকে আমাদের ‘মডেল ভিলেজ’ প্রকল্পের আওতায় নিয়ে স্থানীয় নেতৃত্বের সঙ্গে একত্রিত হয়ে গ্রামবাসীদের যথাসম্ভব সেবা করার চেষ্টা করব। এছাড়াও হলদিয়াকে ব্যবসা, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য ও সংস্কৃতি সহ সমস্ত দিক থেকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”
আরও পড়ুন : Lakshman Chandra Seth: নেই কোনও ‘লক্ষ্মণ-রেখা’, সিপিএম-বিজেপি-কংগ্রেস ঘুরে এবার তৃণমূলে ঢোকার ইচ্ছা