Abhijit Ganguly: ‘আমাদের রাস্তায় বসিয়ে এসেছেন…’, অবসরপ্রাপ্ত বিচারপতি গাঙ্গুলির বিরুদ্ধে ভোটের প্রচারে চাকরিপ্রার্থী

Kanishka Maity | Edited By: Soumya Saha

Apr 20, 2024 | 9:53 PM

Tamluk: মইনুদ্দিনকে আইএসএফ প্রার্থী করার পর সম্প্রতি অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর বেশ সুনামই করেছিলেন। চাকরিপ্রার্থী মইনুদ্দিনকে 'ভদ্রলোক' বলে মন্তব্য করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলেছিলেন, 'একটি সাক্ষাৎকারে তিনি ভদ্রলোকের মতো কথা বলেছেন।

Abhijit Ganguly: আমাদের রাস্তায় বসিয়ে এসেছেন..., অবসরপ্রাপ্ত বিচারপতি গাঙ্গুলির বিরুদ্ধে ভোটের প্রচারে চাকরিপ্রার্থী
অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে ভোটে লড়ছেন চাকরিপ্রার্থী মইনুদ্দিন
Image Credit source: TV9 Bangla

Follow Us

নন্দীগ্রাম: হাইভোল্টেজ তমলুকে এবার অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিপরীতে প্রচার শুরু করে দিলেন চাকরিপ্রার্থী মইনুদ্দিন আহমেদ। এবারের ভোটে বিজেপির অভিজিৎবাবুর বিপরীতে আইএসএফ প্রার্থী করেছে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের অন্যতম প্রতিনিধি মইনুদ্দিনকে। শনিবার নন্দীগ্রাম থেকে ভোটের প্রচারে নেমে পড়লেন আইএসএফ প্রার্থী। শনিবার সন্ধেয় নন্দীগ্রামের দাউদপুর ভাটপুকুর বাজার এলাকায় ঘুরে প্রচার করলেন তিনি। দোকানে দোকানে ঢুকে আমজনতার সঙ্গে কথা বললেন।

উল্লেখ্য, মইনুদ্দিনকে আইএসএফ প্রার্থী করার পর সম্প্রতি অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর বেশ সুনামই করেছিলেন। চাকরিপ্রার্থী মইনুদ্দিনকে ‘ভদ্রলোক’ বলে মন্তব্য করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলেছিলেন, ‘একটি সাক্ষাৎকারে তিনি ভদ্রলোকের মতো কথা বলেছেন। যে কোনও ভদ্রলোককেই আমি সম্মান জানাই। তাঁকেও সম্মান জানাব। একটি সুষম লড়াই হবে।’

আজ নন্দীগ্রামে ভোটের প্রচারে এসে মইনুদ্দিনও প্রতি সম্মান জানালেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে। আইএসএফ প্রার্থী বললেন, ‘যাঁরা বঞ্চিত সমাজকে খুব কাছ থেকে দেখেছেন, তাঁরা বঞ্চিত সমাজের যন্ত্রণাটা বোঝেন। তাই হয়ত তিনি প্রশংসা করছেন। আমিও ব্যক্তিগতভাবে তাঁকে সম্মান করি। কিন্তু তাঁর রাজনৈতিক মতাদর্শের সঙ্গে আমার রাজনৈতিক মতাদর্শের বিস্তর ফারাক রয়েছে।’

তবে একইসঙ্গে আইএসএফ প্রার্থী মইনুদ্দিন আহমেদ এও বললেন, ‘যতদিন তিনি বিচারপতির আসনে ছিলেন, তাঁর নির্দেশনামা নিয়ে আমাদের কোনও সংশয় নেই। কিন্তু তিনি বিচারপতির আসন ছেড়ে আমাদের রাস্তায় বসিয়ে এসেছিলেন। আমি চাকরিপ্রার্থী হিসেবে তমলুকের মাটিতে বিচার চাইতে এসেছি।’

ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, নন্দীগ্রাম তথা তমলুকের রাজনীতিও গরম হচ্ছে। সব রাজনৈতিক দলগুলি একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টায় নেমে পড়েছে। সিপিএমের থেকে এখানে প্রার্থী করা হয়েছে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্য়ায়কে। আবার শাসক শিবিরের বাজি দলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। এখন দেখার ৪ জুন ভোট গণনার দিন শেষ হাসি কার মুখে ফোটে।

 

Next Article