Durga Puja: মাঠে নামছে ড্রোন, বাতিল ছুটি, পুজোয় রোমিওদের ঠেকাতে কী কী ছক কষছে পুলিশ?

Durga Puja: জেলার চার মহকুমা এলাকায় টহল দেবে পুলিশের উইনার্স টিম। বড় পুজোগুলির জন্য থাকছে বিশেষ নিরাপত্তা। তথ্য বলছে পূর্ব মেদিনীপুর জেলায় এবার মোট ১৭৮৯টি বড় পুজো হচ্ছে। সেগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ইতিমধ্যেই জেলাজুড়ে টহল দিয়েছে পুলিশের উঁচুতলার আধিকারিকেরা।

Durga Puja: মাঠে নামছে ড্রোন, বাতিল ছুটি, পুজোয় রোমিওদের ঠেকাতে কী কী ছক কষছে পুলিশ?
প্রতীকী ছবি Image Credit source: Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2024 | 7:07 PM

পূর্ব মেদিনীপুর: আরজি কর থেকে জয়নগর, বারবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের নারী নিরাপত্তা। চলছে আন্দোলন। হচ্ছে প্রতিবাদ। এরইমধ্যে পুজোর ভিড়ে রোমিওদের দৌরাত্ম্য রুখতে পূর্ব মেদিনীপুরে ড্রোন ক্যামেরায় নজরদারি চালাতে চলেছে পুলিশ। মেচেদা থেকে তমলুক, হলদিয়া, কাঁথি-সহ বিভিন্ন জনবহুল এলাকায় উড়বে ড্রোন। শুধু ড্রোনই নয়, পুলিশের হাতিয়ার সিসি ক্যামেরাও। তা দিয়েও চলছে নজরদারি। মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে রাস্তায় থাকছে পাঁচটি পিঙ্ক ভ্যান। গোটা জেলার নানা প্রান্তে চার মহকুমা এলাকায় যেমন এই ভ্যান নজরদারি চালাবে তেমনই দিঘা-মন্দারমণিতে নজরদারি চালাবে আরও একটি ভ্যান।  

প্রসঙ্গত, পুজো এলেই নানা অপ্রীতিকর ঘটনার সংখ্যা যেমন বাড়ে তেমনই আবার দুর্ঘটনার সংখ্যাও অনেকটাই বেড়ে যায়। কিন্তু এবার আগে থেকেই প্রস্তুত পুলিশ। সে কারণে গোটা জেলায় পুলিশ ফোর্সের সংখ্যা যেমন বাড়ছে তেমনই সিভিকদের সংখ্যাও বাড়ানো হয়েছে। দুর্ঘটনা মোকাবিলা ও সামগ্রিক সুরক্ষা ব্যবস্থার জন্য থাকছে ৫ হাজার পুলিশ। বাতিল হয়েছে ছুটি। 

জেলার চার মহকুমা এলাকায় টহল দেবে পুলিশের উইনার্স টিম। বড় পুজোগুলির জন্য থাকছে বিশেষ নিরাপত্তা। তথ্য বলছে পূর্ব মেদিনীপুর জেলায় এবার মোট  ১৭৮৯টি বড় পুজো হচ্ছে। সেগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ইতিমধ্যেই জেলাজুড়ে টহল দিয়েছে পুলিশের উঁচুতলার আধিকারিকেরা। কোনওরকম সাহায্য়ের প্রয়োজনে দিঘা ও মন্দারমণির জন্য চালু বিশেষ হেল্পলাইন নম্বর। কোনও সমস্যায় ৯৮০০৭৭৫৯৯৯ এই নম্বরে যোগাযোগ করলে দ্রুত পৌঁছে যাবে পুলিশ।