Cooperative Election: সবুজ বা গেরুয়া নয়, তমলুকে সমবায় নির্বাচনে উড়ল লাল আবির

এই শান্তিপুর সমবায় সমিতি বামেরা টানা ৪৫ বছর নিজেদের দাপট বজায় রেখে চলেছে। মাঝে সমিতির ফান্ড সমস্যার কারণে ২০১৮ সালে মিলিঝুলি বোর্ড করে চালিয়েছিল। তার পর এদিন আবারও সেই বামেদের দাপট। এই খরার বাজারে লাল সমর্থকদের বিশেষ ভাবে যে উজ্জীবিত করেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

Cooperative Election: সবুজ বা গেরুয়া নয়, তমলুকে সমবায় নির্বাচনে উড়ল লাল আবির
জয়ের পর বাম প্রার্থীদের উচ্ছ্বাসImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 29, 2024 | 5:36 AM

তমলুক: সবুজ বা গেরুয়া আবির নয়। শুভেন্দু অধিকারীর জেলায় সমবায় নির্বাচনে উড়ল লাল আবির। তৃণমূল এবং বিজেপিকে পিছনে ফেলে সেই নির্বাচনে বামপ্রার্থীদের জয়জয়কার। এর জেরে লোকসভা ভোটের আগে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত সে জেলার বামশিবির।

তমলুকের থানার অন্তর্গত মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর সমবায় সমিতির নির্বাচন হয়েছে রবিবার। সেই নির্বাচনেই শাসকদল তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপিকে পরাস্ত করে সমবাযয়ের দখল রাখল সিপিআইএমের প্রগতিশীল মোর্চা। এই সমিতির ভোটের লড়াই করে মোট ১৩৫ জন প্রার্থী। সমিতির মোট আসন সংখ্যা হল ৫৪। এর মধ্যে সিপিআইএমের প্রগতিশীল মোর্চা দখলে ২৬টি আসন যায়। তৃণমূলের দখলে রাখে ১৬টি আসন। আর পদ্মশিবিরের অনুগামীদের দখলে থাকে ১০টি আসন। আর দুটি আসনে নির্দল প্রার্থী জয়লাভ করেন।

প্রসঙ্গত, এই শান্তিপুর সমবায় সমিতি বামেরা টানা ৪৫ বছর নিজেদের দাপট বজায় রেখে চলেছে। মাঝে সমিতির ফান্ড সমস্যার কারণে ২০১৮ সালে মিলিঝুলি বোর্ড করে চালিয়েছিল। তার পর এদিন আবারও সেই বামেদের দাপট। এই খরার বাজারে লাল সমর্থকদের বিশেষ ভাবে যে উজ্জীবিত করেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

সমবায় নির্বাচনে এই জয়ের পর সিপিএম প্রগতিশীল মোর্চা নেতা স্নেহাসিস ঘড়া বলেছেন, “আজ যে নির্বাচন হল, তাতে ৫৪টি আসনের মধ্যে ২৬টিতে আমরা জয়লাভ করেছে। এই এলাকার মানুষ যে বামেদের উপর দায়িত্ব দিতে চায়, তা আবার প্রমাণিত হল।”