AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: দিন পেরলেই দিঘা সাক্ষী থাকবে আরও এক অধ্যায়ের! প্রথম রথযাত্রার আগে যা জানালেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: তাঁর হাতে রশি টেনে হবে দিঘার জগন্নাথ ধামের রথযাত্রার সূচনা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দিঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থও। বৃহস্পতিবার আবার ৫৫ ভোগ অর্পণ করা হবে জগন্নাথ দেবের কাছে।

Mamata Banerjee: দিন পেরলেই দিঘা সাক্ষী থাকবে আরও এক অধ্যায়ের! প্রথম রথযাত্রার আগে যা জানালেন মুখ্যমন্ত্রী
Image Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Jun 26, 2025 | 7:35 PM
Share

দিঘা: দিন পেরলেই দিঘা সাক্ষী থাকবে সদ্য তৈরি হওয়া জগন্নাথ ধামের প্রথম রথযাত্রার। যা ঘিরে সৈকত শহরে এখন বাড়তি তৎপরতা। শুক্রবার থেকে শুরু হচ্ছে রথ উৎসব। তার আগে বুধবারই দিঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর হাতে রশি টেনে হবে দিঘার জগন্নাথ ধামের রথযাত্রার সূচনা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দিঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থও। বৃহস্পতিবার আবার ৫৫ ভোগ অর্পণ করা হবে জগন্নাথ দেবের কাছে।

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘শুক্রবার সকাল সাড়ে ৯টার পর থেকে পুজোপাঠ শুরু হয়ে যাবে। পুণ্যার্থীরাও সেই সময় থেকেই রথদর্শন করতে পারবেন। আজ রাতেই এখানে রথ লাগিয়ে দেবেন মন্দির কর্তৃপক্ষ। আমরা আগামিকাল দুপুর দু’টো নাগাদ আসব।’

উল্লেখ্য, গোটা দেশজুড়ে বিগত কয়েকটি উৎসব-অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছিল উত্তাল পরিস্থিতি। খোদ কুম্ভমেলা ঘিরেই দু-দু’বার ঘটে গিয়েছিল পদপিষ্টের ঘটনা। সেই বিপদ যেন দিঘাকে চোখ রাঙানি না দেয়, তাই আগেভাগেই ব্যবস্থা সেরে রেখেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ‘দুপুর আড়াইটা নাগাদ রথযাত্রা শুরু হবে। রাস্তায় কোনও মানুষ থাকবেন না। দর্শণার্থীদের জন্য ব্যারিকেড ব্যবস্থা থাকবে। খেয়াল রাখতে হবে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি না হয়। পুণ্যার্থীরা যাতে ভাল করে দেখতে পারেন, সেই কথা মাথায় রেখে প্রতিক্ষণেই রথ দাঁড়াবে। পথটাও তো বেশি নয়। পৌনে এক কিলোমিটার দূরত্বেই মাসির বাড়ি।’

দর্শণার্থীরা যাতে রথের রশিতে ছুঁয়ে প্রণাম করতে পারেন, সেই ব্যবস্থাটাও সেরে রেখেছে প্রশাসন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘ব্যারিকেডের সঙ্গে রথের দড়ি ছোঁয়ানো থাকবে। সবাই ছুঁয়ে প্রণাম করতে পারবেন। প্রথমবার আমাদের এই আয়োজনে বাংলার মানুষকে স্বাগত জানাই।’