Mid Day Meal: প্রধান শিক্ষক একটা ‘অদ্ভুত’ দাবি করেছিলেন, প্রধান শিক্ষকে ঘরে আটকে রাখলেন মিড ডে মিলের রাঁধুনিরা
Mid Day Meal: কিন্তু কেন মাতঙ্গিনী স্ব সহায়ক দলের মহিলাদের রান্না করতে দিচ্ছেন না প্রধান শিক্ষক ? মাতঙ্গিনী স্ব সহায়ক দলের মহিলাদের অভিযোগ, প্রধান শিক্ষক তাঁদের কাছ থেকে এক লক্ষ টাকা গ্রুপ লোন ধার হিসাবে চেয়েছিলেন । মাতঙ্গিনী স্ব সহায়ক দলের মহিলারা সেই লোন দিতে রাজি হননি।
পূর্ব মেদিনীপুর: মিড ডে মিলের রান্না করবে কোন সহায়ক দলের মহিলারা, তা নিয়েই বিবাদ। প্রধান শিক্ষককে তালা লাগিয়ে চলল বিক্ষোভ। প্রধান শিক্ষককে অফিসের মধ্যে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন সহায়ক দলের মহিলারা। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের পরশুরামপুর প্রাথমিক বিদ্যালয়ের।
অভিযোগ, পরশুরাম মাতঙ্গিনী সহায়ক দলের মহিলারা ২০০৫ সাল থেকে বিদ্যালয়ে মিড ডে মিলের রান্না করেন। বৃহস্পতিবার তাঁরা বিদ্যালয়ে রান্না করতে গিয়ে দেখেন অন্য একটি সহায়ক দলের মহিলারা কাজ করছেন। মাতঙ্গিনী সহায়ক দলের মহিলারা রান্না করতে চাইলে তাঁদের সঙ্গে প্রধান শিক্ষকের বচসা বাঁধে। অভিযোগ, এমনকি তাঁদের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার হয় রান্না সরঞ্জামও।
কিন্তু কেন মাতঙ্গিনী স্ব সহায়ক দলের মহিলাদের রান্না করতে দিচ্ছেন না প্রধান শিক্ষক ? মাতঙ্গিনী স্ব সহায়ক দলের মহিলাদের অভিযোগ, প্রধান শিক্ষক তাঁদের কাছ থেকে এক লক্ষ টাকা গ্রুপ লোন ধার হিসাবে চেয়েছিলেন । মাতঙ্গিনী স্ব সহায়ক দলের মহিলারা সেই লোন দিতে রাজি হননি। তাই প্রধান শিক্ষক রাতারাতি নিয়ম বহির্ভূতভাবে অন্য একটি স্ব সহায়ক দলকে নিয়োজিত করে মিড ডে মিলের রান্নার জন্য।
প্রতিবাদে মাতঙ্গিনী স্ব সহায়ক দলের মহিলারা প্রধান শিক্ষকের অফিসের মধ্যে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান। দীর্ঘদিন ধরে চলে বিক্ষোভ। বন্ধ থাকে মিড ডে মিলের রান্না। খবরে পেয়ে দুপুরে ঘটনাস্থলে আসে পটাশপুর থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। প্রশাসনের হস্তক্ষেপে মাতঙ্গিনী স্ব সহায়ক দলের মহিলাদের পুনরায় মিড ডে মিলের রান্নায় নিয়োজিত করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে। এই নিয়ে প্রধান শিক্ষকের তরফে অবশ্য কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।