Goghat: গোঘাটে বাড়ির পাশেই পুকুর পাড় থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির পচা-গলা দেহ, খুন? তদন্তে পুলিশ
Goghat: রাজগ্রামের পাশেই রয়েছে ওই পুকুর। তারই পাড়ে কেউ বা কারা ওই ব্য়ক্তিকে ফেলে রেখে চলে গিয়েছে। তবে ব্যক্তির নাম পরিচয় জানা গিয়েছে। মৃতের নাম বরুন দাস ওরফে পচা। তাঁর বাড়ি রাজগ্রাম এলাকাতেই।

নন্দীগ্রাম: এদিন সকালেই নন্দীগ্রামে খালে দেহ ভাসতে দেখা যায় এক মহিলার। তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নন্দীগ্রাম দু নম্বর ব্লকের মঙ্গলচকে। পুলিশ এসে দেহ উদ্ধার করলেও এখনও মহিলার নাম পরিচয় কিছুই জানা যায়নি। এবার যেন একই ঘটনার প্রতিচ্ছবি দেখা গেল হুগলির গোঘাটে। পুকুরের পাড়ে এক ব্যক্তির পচাগলা দেহ দেখতে পেলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে ব্য়াপক শোরগোল গোঘাটের রঘুবাটী গ্রাম পঞ্চায়েতের রাজগ্রামে।
রাজগ্রামের পাশেই রয়েছে ওই পুকুর। তারই পাড়ে কেউ বা কারা ওই ব্য়ক্তিকে ফেলে রেখে চলে গিয়েছে। তবে ব্যক্তির নাম পরিচয় জানা গিয়েছে। মৃতের নাম বরুন দাস ওরফে পচা। তাঁর বাড়ি রাজগ্রাম এলাকাতেই। স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল। বাড়ির লোকজনও সর্বত্র খুঁজে কোনও খোঁজ পাননি। শেষ পর্যন্ত এদিন উদ্ধার হল পচা-গলা দেহ।
দেহ দেখতে পাওয়ার পর স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কেউ বা কারা খুন করে তাঁকে ওই জায়গায় ফেলে রেখে গিয়েছে। কিন্তু, কেন এ ঘটনা, তাঁর তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমঘ্যেই গোঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। কথা বলা হচ্ছে মৃতের পরিবারের সঙ্গে।





