Contai Municipality: চার দশকের ‘অধিকারী মিথ’ ভাঙল কাঁথিতে, এগরা তবু মান বাঁচাল খানিক…

Egra: এগরা পুরসভায় বিজেপি ফল তুলনামূলক ভাল। প্রসঙ্গত এগরা সেই পুরসভা যা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, বিধানসভা কেন্দ্র এগরা।

Contai Municipality: চার দশকের 'অধিকারী মিথ' ভাঙল কাঁথিতে, এগরা তবু মান বাঁচাল খানিক...
এবার কাঁথির রাজনীতিতে নয়া অধ্যায়।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 02, 2022 | 11:12 PM

পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরে কান পাতলে এখন অন্য কথা শোনা যাচ্ছে। রাজনৈতিক মহল বলছে, দিলীপ ঘোষের এগরা তাও মান রেখেছে। কিন্তু কাঁথি, তমলুকে পদ্ম পাঁপড়িই মেলতে পারল না। পূর্ব মেদিনীপুরের কাঁথি, এগরা ও তমলুক পুরসভা নিজেদের দখলে রেখেছে তৃণমূল। গত বিধানসভা ভোটের নিরিখে তিন পুরসভাতেই এগিয়ে থেকে লড়াইয়ে নেমেছিল বিজেপি। কিন্তু পুরভোটের ফলাফলে তৃণমূলের ধারে কাছে নেই পদ্মশিবির। অত্যন্ত তাৎপর্যপূর্ণ কাঁথি, তমলুকে তৃণমূলের জয়জয়কার। কারণ, এতদিন এই এলাকাগুলিকে বলা হত অধিকারীদের গড়। বিশেষ করে কাঁথি। এখান থেকেই শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীদের রাজনৈতিক জীবনের শুরু। দাপটের সঙ্গে এতগুলো বছর ধরে রাজনীতিও করছেন তাঁরা। কিন্তু আচমকাই এই কাঁথিতে এদিন নতুন অধ্যায় লিখল গিরিরা। মন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরির হাত ধরে আগামিদিনে কন্টাইয়ে আরও এক নতুন পর্ব শুরু হতে চলেছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

রাজনৈতিক মহলের একাংশ বলছেন, বুধবার থেকে কাঁথিতে ধুয়ে মুছে সাফ ‘অধিকারী মিথ’। এখানকার অধিকারী পাড়া ১৫ নম্বর ওয়ার্ড, যেখানে শুভেন্দুদের বাড়ি শান্তিকুঞ্জ, সেখানেও ঘাসফুল ফুটল। এই প্রথমবার কাঁথি পুরসভা পরিচালনার অধিকার পাবে অন্য কেউ। হতে পারে তা গিরিদের হাতেই যাবে। কাঁথির ২১টি ওয়ার্ডে গতবারে ২১টিই তৃণমূলের দখলে ছিল। এবার ১৭টি তৃণমূল, ৩টি বিজেপি ও ১টি আসনে নির্দল প্রার্থী জয়ী হয়েছেন। ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী রীনা দাসের কাছে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী তথা উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা। বিজেপির উল্লেখযোগ্য প্রার্থী এক সময় যিনি তৃণমূলের বিধায়কও ছিলেন, সেই বনশ্রী মাইতিও এবার হারলেন। চার দশক পর কাঁথি হাতছাড়া অধিকারী পরিবারের।

বরং এগরা পুরসভায় বিজেপি ফল তুলনামূলক ভাল। প্রসঙ্গত এগরা সেই পুরসভা যা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, বিধানসভা কেন্দ্র এগরা। সে অর্থে এটি সাংসদ দিলীপ ঘোষের এলাকা। এগরা পুরসভার ১৪টি ওয়ার্ডের মধ্যে এবার তৃণমূলের দখলে গিয়েছে ৭টি। ৫টি আসনে জয় পেয়েছে বিজেপি। বাকি দুই আসনের একটিতে কংগ্রেস এবং অন্যটিতে নির্দল প্রার্থী জিতেছেন। পুরবোর্ড কারা গড়বে বা কোন পথে গঠন হবে বোর্ড তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে তৃণমূলের দিকেই ঝুঁকে পাল্লা, বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাম্রলিপ্ত বা তমলুক পুরসভাতেও ২০টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতে জিতেছে তৃণমূল।

তিন পুরসভায় তৃণমূলের বিপুল জয় প্রসঙ্গে মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, ”এই ফল প্রত্যাশিত ছিল। জেলাতে অধিকারী মিথ বলে আর কিছুই রইল না। বিধানসভা ভোটের পর থেকে তা ভাঙতে শুরু করেছিল। পুরসভার ভোটে তৃণমূলের ঝড়ে তা পুরোপুরি সাফ হয়ে গেল।” যদিও দক্ষিণ কাঁথির বিজেপির অরূপ কুমার দাস যিনি এ ভোটে জয়ীও হয়েছেন, তাঁর কথায়, “মানুষ যদি সঠিকভাবে নিজের ভোট দিতে পারত তা হলে নিশ্চিত জয় আমাদের হত। যদিও আদালতে এই নির্বাচন নিয়ে মামলা হয়েছে। তাই আমরা আশাবাদী।”

আরও পড়ুন: CM Mamata Banerjee: ‘প্রয়োজনে যুদ্ধেও যেতে তৈরি’, বারাণসী যাওয়ার আগে বললেন মমতা