BJP: ৩ মাস ধরে উধাও প্রধান, বিজেপি পরিচালিত পঞ্চায়েতে পড়ল তালা
BJP: প্রসঙ্গত, শেষ পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতের দখল যায় পদ্ম শিবিরের হাতে। কিন্তু, লোকসভা ভোটের প্রাক্কালে স্থানীয় দাপুটে তৃণমূল নেতা শেখ মহিবুল খুনের ঘটনায় অভিযুক্তদের তালিকায় নাম উঠে আসে এই পঞ্চায়েতের বিজেপির প্রধান ও উপপ্রধানের।
মহিষাদল: বাবার ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য তিন মাস ধরে ঘুরছেন। কিন্তু, কিছুতেই হচ্ছে না কাজ। উধাও পঞ্চায়েতের প্রধান থেকে উপপ্রধান। তাতেই ক্ষোভে পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দিলেন যুবক। গুরুতর অভিযোগ মহিষাদল ব্লকের বিজেপি পরিচালিত বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। অভিযোগ, এই পঞ্চায়েতেরই প্রধান থেকে উপপ্রধানের খোঁজ মিলছে না তিন মাস ধরে। তাতেই ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকার লোকজনের মধ্যে।
এলাকার বাসিন্দা সৈয়দ আবুল কাশেমের অভিযোগ, কয়েক মাস ধরেই বাবার ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য ঘুরে চলেছেন তিনি। বারাবার পঞ্চায়েতে এসেও ফিরে যেতে হচ্ছে। এদিন সকালেও ফের পঞ্চায়েত অফিসে আসেন সৈয়দ। কিন্তু, এদিনও হয়নি। তারই প্রতিবাগে অফিসের মূল গেটে তালা লাগিয়ে দেন তিনি। তার জেরে সকাল থেকেই বন্ধ হয়ে যায় যাবতীয় পরিষেবা।
প্রসঙ্গত, শেষ পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতের দখল যায় পদ্ম শিবিরের হাতে। কিন্তু, লোকসভা ভোটের প্রাক্কালে স্থানীয় দাপুটে তৃণমূল নেতা শেখ মহিবুল খুনের ঘটনায় অভিযুক্তদের তালিকায় নাম উঠে আসে এই পঞ্চায়েতের বিজেপির প্রধান ও উপপ্রধানের। আর তারপর থেকেই তাঁদের আর খোঁজ মিলছে না বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।