পূর্ব মেদিনীপুর: রাজনৈতিক সংঘর্ষ ঘিরে ফের শিরোনামে ময়না। এবার বাকচা এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠল। অভিযোগ, তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যর বাড়ি ভাঙচুর করা হয়েছে। সেই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল। একইসঙ্গে তৃণমূলের দাবি, ভোটের পর থেকে বহু তৃণমূল কর্মী ঘরছাড়া রয়েছেন।
ভোটের আগে দুই ফুলের জোরাল টক্কর দেখেছে জেলা। ভোট মিটলেও জেলার বিভিন্ন জায়গায় ফুলের কোন্দল অব্যাহত বলেই অভিযোগ উঠছে। রবিবার ময়না থানার ৮ নম্বর অঞ্চল বাকচায় উত্তেজনা ছড়ায়। বাকচার গোবর্ধন গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য শঙ্কর মণ্ডল ও এলাকার তৃণমূল কর্মী সঞ্জয় মণ্ডলের বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
শঙ্কর মণ্ডলের অভিযোগ, শনিবার রাতে পাশের গ্রাম মাধবচকে বিজেপি কর্মী ব্রজগোপাল মণ্ডলকে গ্রেফতার করতে আসে ময়না থানার পুলিশ। কিন্তু ব্রজগোপালকে ধরতে পারেনি। এরপরই ব্রজগোপাল তাঁর দলবল নিয়ে শঙ্করের বাড়িতে চড়াও হন বলে অভিযোগ। কোনওক্রমে বাড়ি থেকে ছুটে ময়নার তৃণমূল কার্যালয়ে আশ্রয় নেন বলে দাবি করেন শঙ্কর মণ্ডল। এরপরই বিজেপির লোকজন তাঁর বাড়িতে গিয়ে তাণ্ডব চালায় বলে অভিযোগ। ইতিমধ্যেই ময়না থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
যদিও বিজেপির তরফে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করা হয়েছে। এলাকার বিজেপি নেতা আশিস মণ্ডল বলেন, তৃণমূল এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। এদিকে নিজেদের কৃতকর্ম বিজেপির ঘাড়ে ঠেলে দোষমুক্ত হতে চাইছে। বিজেপির লোকজন বাড়ির বাইরে পা রাখলেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয় বলেও অভিযোগ তোলেন আশিস।
তৃণমূল নেতা ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাজাহানের দাবি, এলাকার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারেন তার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে। কিন্তু বার বার তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর করে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে।
শঙ্কর মণ্ডলের কথায়, “শনিবার ব্রজগোপাল মণ্ডলকে পুলিশ ধরতে এসেছিল। ওর নামে অনেক অভিযোগ রয়েছে। আমি সেই সময় বাজারে গিয়েছিলাম। ও আমাকে দেখতে পায়। পরে রাতে এসে বলছে আমাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিস, লাশ ফেলে দেব। এরপরই ঘরে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করেছে। প্রায় ২০ ২৫ জন লোক নিয়ে এসে তাণ্ডব করেছে। আমার ছেলে, ভাগ্নে ছিল। একজনের মুখে বন্দুকের নল ধরেছে। আরেকজনের কানের উপর বন্দুক ধরে আমার নাম ধরে চেঁচাচ্ছে।”
অন্যদিকে বিজেপি নেতা আশিস মণ্ডল বলেন, “ময়না বিধানসভা এলাকাকে তৃণমূল ও পুলিশ মিলে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল করতে চাইছে। দীর্ঘদিন ধরে তৃণমূল পুলিশকে এগিয়ে দিয়ে এসব করছে। বিজেপির লোকজন কেউ বাইরে বেরোলেই পুলিশ গ্রেফতার করে। কোনও অভিযোগ না থাকলেও ধরে নিয়ে যায়। মিথ্যা ধারায় মামলা দেয়।”