Purbo Medinipur: রোজই নিত্যনতুন তরুণীর প্রয়োজন পড়ত! একতলার কোণার ঘরেই চলত খেলা! সত্তরের এই বৃদ্ধেরই কিনা এত ‘ট্যালেন্ট’! মাথায় হাত পুলিশের
Purbo Medinipur: স্থানীয় ভূপতিনগর থানার পুলিশ এই খবর গোপন সূত্রে পেয়ে বুধবার সন্ধ্যায় ওই ভাড়া বাড়িতে হানা দেয়। সেখানেই মধুচক্র চলাকালীন পুলিশের হাতেনাতে ধরা পড়ে তিন জন। তাঁদের মধ্যে এক জন মহিলাও রয়েছেন।
পূর্ব মেদিনীপুর: বয়স সত্তরের কোঠায়। তাঁর ঘরে নিত্য ঢুকত নিত্যনতুন যুবতীরা। সেভাবে প্রথমে সন্দেহ হয়নি প্রতিবেশীদের। বৃদ্ধকে জিজ্ঞাসা করলে তিনি বারবারই সাফাই দিতেই, ভাড়াটিয়ারাই নাকি আসতেন-যেতেন। কিন্তু তা বলে রোজ রোজ নতুন ভাড়াটে! সন্দেহ হয় প্রতিবেশীদের। ওঁত পেতে থাকেন তাঁরা। তারপরই একদিন পর্দাফাঁস। খবর যায় থানায়। দিনের পর দিন ভাড়াবাড়িতে চলছিল মধুচক্রের আসর। বহুদূরান্ত থেকে মানুষজন এই টানে ভিড় জমা দেন ওই এলাকায়। গোপন সূত্রে এই ঘটনার খবর পেয়ে অভিযান চালাল পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার পুলিশ।
জানা গিয়েছে, ভূপতিনগর থানার বাজকুল বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে দিনের পর দিন চলছিল গোপনে মধুচক্রের আসর। এলাকার মানুষের দীর্ঘদিন ধরে এই নিয়ে অভিযোগ।
স্থানীয় ভূপতিনগর থানার পুলিশ এই খবর গোপন সূত্রে পেয়ে বুধবার সন্ধ্যায় ওই ভাড়া বাড়িতে হানা দেয়। সেখানেই মধুচক্র চলাকালীন পুলিশের হাতেনাতে ধরা পড়ে তিন জন। তাঁদের মধ্যে এক জন মহিলাও রয়েছেন।
এছাড়াও দুইজন মহিলাকে ওই মধুচক্রের আসর থেকে উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে বলেই ভূপতিনগর থানার পুলিশ সূত্রে খবর।