Kali Puja: ভাঙছে রেকর্ড, কালীপুজোর আগেই এক জেলা থেকেই উদ্ধার প্রায় ৩ হাজার কেজির শব্দবাজি
Kali Puja: এদিন নন্দীগ্রাম থানায় একটি নতুন অফিস রুমের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। ওই অনুষ্ঠান থেকেই শব্দবাজির দাপট রুখতে পুলিশি অ্য়াকশনের খতিয়ান দেন জেলার পুলিশ সুপার। তুলে দেন খতিয়ান।
নন্দীগ্রাম: কালীপুজো যত এগিয়েছে ততই বেড়েছে ধড়পাকড়। এবার দীপাবলির উৎসবের আগেই পূর্ব মেদিনীপুর থেকে উদ্ধার ৩ হাজার কেজির বেশি শব্দবাজি। কোন কোন জায়গা থেকে এই বিপুল পরিমাণ বাজি উদ্ধার হয়েছে এদিন তাঁর খতিয়ান দেন জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য।
এদিন নন্দীগ্রাম থানায় একটি নতুন অফিস রুমের উদ্বোধন করেন সৌম্যদীপ। পুলিশ সুপার ছাড়াও এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন পুলিশ সুপার নিখিল আগরওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার হলদিয়া মনোরঞ্জন ঘোষ, হলদিয়ার এসডিপিও অরিন্দম অধিকারী, নন্দীগ্রাম থানার আইসি অনুপম মণ্ডল-সহ নন্দীগ্রাম থানার বিভিন্ন আধিকারিক এবং পুলিশ কর্মীরা। ওই অনুষ্ঠান থেকেই শব্দবাজির দাপট রুখতে পুলিশি অ্য়াকশনের খতিয়ান দেন জেলার পুলিশ সুপার।
সৌম্যদীপ জানান, গোটা জেলায় দুর্গাপূজোর পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৩ হাজার কেজির বেশি শব্দবাজি, মশলা-সহ বাজি বানানোর প্রচুর সামগ্রী আটক করা হয়েছে। এগরা, পটাশপুর, নন্দকুমার, কোলাঘাট থেকে সবথেকে বেশি বাজি উদ্ধার হয়েছে। তবে এছাড়াও আরও একাধিক থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে বাজি। গ্রেফতার করা হয়েছে বেশ কিছু ব্যক্তিকে। একইসঙ্গে কালীপুজোর সময় উচ্চগ্রামে ডিজে বাজানোর ক্ষেত্রেও যে পুলিশের নজরদারি চলবে। মাত্রা ছাড়ালেই ব্যবস্থা নেবে পুলিশ। এদিন সে কথাও স্পষ্টভাবে জানান পুলিশ সুপার।