পূর্ব মেদিনীপুর: ডাক্তারি পড়তে ইউক্রেনে গিয়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের যুবক। এদিকে এই মুহূর্তে সে দেশের যা পরিস্থিতি তাতে যুদ্ধ হলে ছেলের কী হবে তা ভেবেই বুকের ভিতরটা ছ্যাঁৎ করে উঠছে দীপা বর্মনের। কার্যত যুদ্ধের দামামা বেজে গিয়েছে ইউক্রেনে। গোলাগুলির শব্দ চারপাশে, আকাশ থেকে খসে পড়ছে মিসাইলের টুকরো, নিরাপদ আশ্রয়ের খোঁজে পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন লোকজন। সে দেশেই রয়েছেন বঙ্গসন্তান দেবজিৎ বর্মনও(২৫)। গত নভেম্বর মাসে মহিষাদল থেকে ইউক্রেনে পড়াশোনার জন্য গিয়েছেন তিনি। তবে তাঁরও দু’ চোখে শুধুই আতঙ্ক। মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বোমার শব্দ। দেশ ছাড়ার জন্য রাস্তাতেও ভিড় লেগে রয়েছে। এমন পরিস্থিতিতে ভারতে ফেরার জন্য কাতর আবেদন জানাচ্ছেন মহিষাদলের তেরোপেখ্যা গ্রামের বর্মন পরিবার।
বর্তমানে ইউক্রেনের রাজধানী শহরে আটকে রয়েছেন দেবজিৎ। সেখানকার একটি অ্যাপার্টমেন্টে আশ্রয় নিয়েছেন তিনি। সকাল থেকে প্রায়ই বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে অ্যাপার্মেন্ট থেকে। দোকানপাটও প্রায় সমস্ত বন্ধ আশেপাশে। এমন পরিস্থিতিতে দেবজিৎ ভিডিয়ো কলে জানান, “আমি ভারত সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। আমরা আতঙ্কিত হয়ে রয়েছি।”
দেবজিতের মা-বাবাও ভয়ে নাওয়া-খাওয়া ভুলতে বসেছেন। ছেলেকে ঘরে ফেরানোর জন্য সবরকম চেষ্টা চালাচ্ছেন। দেবজিতের মা দীপা বর্মণ জানান, ভারত সরকারের কাছে তাঁদের অনুরোধ যাতে তাঁর ছেলেকে সরকার ঘরে ফিরিয়ে দেয়। দেবজিৎ ইউক্রেনের কিভ মেডিকেল কলেজের ষষ্ঠ বর্ষের ছাত্র। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান, “আমরা ইতিমধ্যে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। ইতিমধ্যে আমরা ওই ছাত্রের যাবতীয় তথ্য সংগ্রহ করে পাঠাচ্ছি। রাজ্য সরকার ও আমরা পাশে রয়েছি।”
আরও পড়ুন: Boat Sank: আকাশ ভেঙে শুরু বৃষ্টি, বইছে উথাল পাথাল ঝোড়ো হাওয়া! ভয়াবহ নৌকাডুবিতে নিখোঁজ ১৬