Suvendu Adhikari: বলেছিল ডবল ডবল চাকরি হবে, এখন ডবল ডবল চাকরি যাচ্ছে: শুভেন্দু

Suvendu Adhikari: লোকসভা ভোটে তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বুধবার ডিমারিতে এক জনসভায় বক্তব্য রাখছিলেন শুভেন্দু। সেই নির্বাচনী প্রচার সভা থেকেই চাকরি যাওয়ার ইস্যুতে তৃণমূলকে কড়া আক্রমণ শানালেন বিরোধী দলনেতা।

Suvendu Adhikari: বলেছিল ডবল ডবল চাকরি হবে, এখন ডবল ডবল চাকরি যাচ্ছে: শুভেন্দু
শুভেন্দু অধিকারীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 24, 2024 | 7:00 PM

তমলুক: এসএসসি মামলার রায়ে ২০১৬ সালের গোটা নিয়োগ প্য়ানেলই বাতিল হয়ে গিয়েছে। চাকরিহারা হতে বসেছেন প্রায় ২২ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। এসবের মধ্যেই এবার এত জনের চাকরি হারানোর ইস্যুতে রাজ্যের শাসক শিবিরকে একহাত নিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, ‘একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে। এখন ডবল ডবল চাকরি যাচ্ছে।’ লোকসভা ভোটে তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বুধবার ডিমারিতে এক জনসভায় বক্তব্য রাখছিলেন শুভেন্দু। সেই নির্বাচনী প্রচার সভা থেকেই চাকরি যাওয়ার ইস্যুতে তৃণমূলকে কড়া আক্রমণ শানালেন বিরোধী দলনেতা।

উল্লেখ্য, এসএসসি মামলায় ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেল বাতিল হওয়ার ফলে ওই নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা যাঁরা চাকরি পেয়েছিলেন, সবার চাকরি বাতিল হয়েছে। ব্যতিক্রমী শুধুমাত্র ক্যানসার আক্রান্ত শিক্ষিকা সোমা দাস। যাঁদের চাকরি যেতে বসেছে, তাঁদের একাংশ ইতিমধ্যেই নিজেদের ‘যোগ্য’ বলে দাবি করছেন। তাঁরাও রাস্তায় নেমেছেন। সরব হচ্ছেন। আজ শুভেন্দু অধিকারী বললেন, ‘যাঁদের চাকরি চলে গিয়েছে, তাঁদের মধ্যে অনেকে বলছেন আমরা যোগ্য। এই যোগ্য কারা, আর অযোগ্য কারা… এই রিপোর্টটা দেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। কে যোগ্য আর কে অযোগ্য সেই তালিকা পর্যন্ত আদালতে দেওয়া হয়নি। এখানে বিজেপির কোনও ভূমিকা নেই।’

প্রসঙ্গত, চাকরিহারাদের একাংশ যাঁরা নিজেদের যোগ্য বলে দাবি করছেন, তাঁরা গতকাল থেকেই কলকাতায় শহিদ মিনারের পাদদেশে জমায়েত করতে শুরু করেছেন। আজও তাঁদের দেখা গিয়েছে সেখানে। এদিকে মঙ্গলবার সন্ধেয় আবার ‘ন্যায্য’ চাকরিপ্রাপকদের একাংশ মধ্য শিক্ষা পর্ষদের অফিসে গিয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেছিলেন।