Tamluk Election 2024 Result: খেলা ঘুরল, ‘ছোকরা’ দেবাংশুকে গোল দিয়ে সাংসদ গাঙ্গুলি

Jun 06, 2024 | 2:10 PM

West Bengal Tamluk Election Result 2024: তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যকে তমলুক কেন্দ্রে প্রার্থী করেছিল ঘাসফুল শিবির। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই কেন্দ্রে সিপিএমের টিকিটে লড়েন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত ৭৭ হাজার ৭৩৩ ভোটে জেতেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Tamluk Election 2024 Result: খেলা ঘুরল, ছোকরা দেবাংশুকে গোল দিয়ে সাংসদ গাঙ্গুলি
দেখে নিন কে কত ভোট পেলেন

Follow Us

পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে⇒

⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓

⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑

………………………………………………………………………………………………………………………………………

তমলুক: একসময় সিপিএম সাংসদ লক্ষ্মণচন্দ্র শেঠের গড় বলা হত এই কেন্দ্রকে। সেই তমলুক লোকসভা কেন্দ্রে উনিশের নির্বাচনে সিপিএমকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। একুশের নির্বাচনে এই কেন্দ্রের সাতটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল পায় ৪টি। আর বিজেপি জেতে ৩টি আসনে। এবার বিজেপির টিকিটে প্রার্থী হন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়ী হলেন তিনি। দেখে নিন, কে কত ভোট পেলেন।

তমলুক:

দল প্রার্থী রাউন্ড প্রাপ্ত ভোট এগিয়ে/পিছিয়ে ভোট শতাংশ
তৃণমূল দেবাংশু ভট্টাচার্য ৬,৮৭,৮৫১ পরাজিত ৪৩.৬১
বিজেপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৭,৬৫,৫৮৪ জয়ী ৪৮.৫৪
সিপিএম সায়ন বন্দ্যোপাধ্যায় ৮৫,৩৮৯ পরাজিত ৫.৪১

উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?

নির্বাচন বিধানসভা কেন্দ্র সিপিএম বিজেপি তৃণমূল
২০১৯ তমলুক ২৭,৯৫৮ ৮৭,১৩২ ৯৩,৬৮০
২০২১ তমলুক ১৪,৭১৮ (সিপিআই) ১,০৭,৪৫০ ১,০৮,২৪৩
২০১৯ পাঁশকুড়া পূর্ব ২১,০৫৪ ৭২,০৫৭ ৭৯,৪৩৭
২০২১ পাঁশকুড়া পূর্ব ২০,৭১৭ ৮১,৫৫৩ ৯১,২১৩
২০১৯ ময়না ১২,৩৮৯ ৮৮,৪৯৭ ১,০০,৮৮০
২০২১ ময়না ৫,১০৮ (কংগ্রেস) ১,০৮,১০৯ ১,০৬,৮৪৯
২০১৯ নন্দকুমার ২৪,৯১৮ ৮২,১১৬ ৯৭,৪৭৪
২০২১ নন্দকুমার ১২,৭৮২ ১,০২,৭৭৫ ১,০৮,১৮১
২০১৯ মহিষাদল ২১,৮৩৫ ৭৯,২৯৯  ৯৬,২১৫
২০২১ মহিষাদল প্রার্থী দেয়নি ৯৯,৬০০ ১,০১,৯৮৬
২০১৯ হলদিয়া ১৮,৩৫৫ ৬১,৪৭৫ ১,২৫,২৯৬
২০২১ হলদিয়া ২২,৬৮৮ ১,০৪,১২৬ ৮৯,১১৮
২০১৯ নন্দীগ্রাম  ৯,৩৫৩ ৬২,২৬৮ ১,৩০, ৬৫৯
২০২১ নন্দীগ্রাম ৬,২৬৭ ১,১০,৭৬৪ ১,০৮,৮০৮

 

Next Article