TMC Party Office: হাইকোর্টের নির্দেশে ২৫ বছরের পুরনো তৃণমূল পার্টি অফিস ভেঙে দিল পুলিশ
TMC Party Office: বিবেকানন্দ মাইতি নামে নন্দরামপুরেরই এক বাসিন্দা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, বাড়ির পাশেই তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়েছে। আর ওই জায়গা পিডব্লিউডি-র। তাই সেখানে পার্টি অফিস থাকা বেআইনি। এরপরই কোর্ট নির্দেশ দেয় পার্টি অফিস ভাঙার। আদালতের নির্দেশ মেনে সুতাহাটা থানার পুলিশ বাহিনী ওই অফিস ভেঙে গুঁড়িয়ে দেয়।
হলদিয়া: ভেঙে ফলা হল পঁচিশ বছরের পুরনো তৃণমূলের দলীয় কার্যালয়। হাইকোর্টের নির্দেশে ভাঙা হয়েছে কার্যালয়টি। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নন্দরামপুরের ঘটনা। জানা গিয়েছে, নন্দরামপুরে রাজ্য সড়কের পাশে পিডব্লিউডি জায়গায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তৈরি করা হয়েছিল। সেই অফিসটিই সুতাহাটা থানার পুলিশ আদালতের নির্দেশে ভেঙে ফেলেছে।
বিবেকানন্দ মাইতি নামে নন্দরামপুরেরই এক বাসিন্দা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, বাড়ির পাশেই তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়েছে। আর ওই জায়গা পিডব্লিউডি-র। তাই সেখানে পার্টি অফিস থাকা বেআইনি। এরপরই কোর্ট নির্দেশ দেয় পার্টি অফিস ভাঙার। আদালতের নির্দেশ মেনে সুতাহাটা থানার পুলিশ বাহিনী ওই অফিস ভেঙে গুঁড়িয়ে দেয়।
যদিও, অফিস ভাঙা নিয়ে বিজেপি-র চক্রান্ত দেখছে তৃণমূল। এলাকার স্থানীয় তৃণমূল নেতা বলেন, “বিবেকানন্দ মাইতি একজন বিজেপি কর্মী। ওনার বাড়ি ছেড়েই পার্টি অফিস তৈরি করা হয়েছিল। আর এই পার্টি অফিস আজকের নয়। অনেকদিন আগেরই।” অপরদিকে বিজেপি নেতার বক্তব্য, “তৃণমূলের কোনও ঘটনায় বিজেপির ভূত খাড়া করে। সরকারি জায়গায় এইভাবে পার্টি অফিস তৈরি করা যায় না।”