Mutual Fund: একেবারে যেন টাকা ছাপানোর মেশিন, এই মিউচুয়াল ফান্ডে ১০ লক্ষের বিনিয়োগ ছাড়িয়েছে ৭ কোটির গণ্ডি
Mutual Fund: Arthlabh এর তথ্য বলছে, ICICI প্রুডেনশিয়াল মাল্টি অ্যাসেট ফান্ডে ২০০২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা ১০ লক্ষ টাকার বিনিয়োগ এই বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বার্ষিক ২১.৫৮ শতাংশ চক্রবৃদ্ধি হারে রিটার্ন দিয়েছে। অন্য়দিকে একই বিনিয়োগে বেঞ্চমার্ক নিফটি ২০০ TRI-তে রিটার্নের মাত্রা ১৭.৩৯ শতাংশ। ভাল লাভ এসেছে এসআইপি থেকেও।
কলকাতা: শেয়ারে বিনিয়োগ তো চলছেই, সেই সঙ্গে বর্তমানে এখন বিনিয়োগে জোয়ার মিউচুয়াল ফান্ডেও। বাজারে এমন অনেক ফান্ড রয়েছে যেগুলিতে বিনিয়োগ করে অল্প সময়ের মধ্যে কোটিপতি হয়ে যাচ্ছে কত শত মানুষ। তবে ঝুঁকি যে একেবারেই নেই, তা নয়। তবে তা অনেকাংশেই শেয়ার বাজারের থেকে কম। বর্তমানে চর্চা চলছে এমন এক ফান্ড নিয়ে যেখানে ১০ লক্ষ টাকার বিনিয়োগ রিটার্নের ক্ষেত্রে ছাড়িয়েছে ৭ কোটির গণ্ডি। ফান্ড দেখে অনেকেই বলছেন, এ কোনও সাধারণ ফান্ড নয়, একেবারে যেন টাকা ছাপানোর মেশিন।
কথা হচ্ছে আইসিআইসিআই প্রুডেনশিয়াল মাল্টি অ্যাসেট ফান্ড নিয়ে। দেশের সবচেয়ে বড় মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডগুলির মধ্যে একেবারে শীর্ষ তালিকায় নাম আসে এই ফান্ডের। বিনিয়োগকারীদের কোটিপতি বানাতে কোনও কসরতই বাকি রাখছে না এই ফান্ড। তথ্য বলছে, ২২ বছর আগে ICICI প্রুডেনশিয়াল মাল্টি অ্যাসেট ফান্ডে করা বিনিয়োগের পরিমাণ রিটার্ন খাতায় বেড়ে দাঁড়িয়েছে ৭.২৬ কোটি টাকা।
Arthlabh এর তথ্য বলছে, ICICI প্রুডেনশিয়াল মাল্টি অ্যাসেট ফান্ডে ২০০২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা ১০ লক্ষ টাকার বিনিয়োগ এই বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বার্ষিক ২১.৫৮ শতাংশ চক্রবৃদ্ধি হারে রিটার্ন দিয়েছে। অন্য়দিকে একই বিনিয়োগে বেঞ্চমার্ক নিফটি ২০০ TRI-তে রিটার্নের মাত্রা ১৭.৩৯ শতাংশ। ভাল লাভ এসেছে এসআইপি থেকেও। যদি বিনিয়োগকারীরা এই তহবিলে প্রতি মাসে ১০,০০০ টাকা প্রতি মাসে বিনিয়োগ করতেন তাহলে রিটার্নের হিসাব বলছে ২২ বছরে এর মূল্য বেড়ে ২.৯ কোটি টাকা হয়ে যেত। যেখানে প্রকৃত বিনিয়োগ মাত্র ২৬.৪ লক্ষ টাকার। তাই রিপোর্ট সামনে আসতেই এই ফান্ড নিয়ে তুমুল চর্চা শুরু হয়ে গিয়েছে বিনিয়োগকারীদের মধ্যে।
বিঃ দ্রঃ – শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ। এখানে বিনিয়োগের কোনও নির্দিষ্ট ফর্মুলা নেই। তাই এখানে বিনিয়োগ নিজের দায়িত্বে করা উচিত। প্রয়োজনে বিশেষজ্ঞদের মতামত নেওয়া যেতে পারে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)