Haldia Port: হলদিয়ার দূষণ নিয়ে তরজায় পর্ষদ ও বন্দর কর্তৃপক্ষ

হলদিয়াতে শিল্প সংস্থাগুলির উদাসীনতার জন্যে দূষণ নিয়ন্ত্রণ হচ্ছে না। বৃহস্পতিবার হলদিয়ার একটি হোটেলে বেঙ্গল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগ (ecological sustainability ) 'পরিবেশগত স্থায়িত্ব ’ বিষয়ে এক আলোচনা সভায় যোগ দিয়ে এমনি মন্তব্য করলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী জ্যোর্তিময় কর।

Haldia Port: হলদিয়ার দূষণ নিয়ে তরজায় পর্ষদ ও বন্দর কর্তৃপক্ষ
হলদিয়া বন্দরImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2023 | 8:19 AM

হলদিয়া: রাজ্যের বিভিন্ন শিল্পতালুকে দূষণের রমরমা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক বার। এ বার জেলার শিল্পতালুকে শিল্পপতিদের মনোভাব নিয়ে প্ৰশ্ন তুলল খোদ হলদিয়া উন্নয়ন পর্ষদ। হলদিয়াতে শিল্প সংস্থাগুলির উদাসীনতার জন্যে দূষণ নিয়ন্ত্রণ হচ্ছে না। বৃহস্পতিবার হলদিয়ার একটি হোটেলে বেঙ্গল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগ (ecological sustainability ) ‘পরিবেশগত স্থায়িত্ব ’ বিষয়ে এক আলোচনা সভায় যোগ দিয়ে এমনি মন্তব্য করলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী জ্যোর্তিময় কর।

তিনি বলেছেন, “দূষণ নিয়ন্ত্রণে সকলকে মিলিতভাবে কাজ করতে হবে। প্রশাসন উন্নয়নের কাজ করবে। তবে শিল্পসংস্থাগুলিকেও এলাকার উন্নয়নে কাজ করতে হবে। শিল্প শহরের রাস্তাঘাট , নিকাশী-ব্যবস্থার উন্নয়নের কাজ করতে হবে।” তাঁর অভিযোগ, বন্দর-সহ অনান্য শিল্প সংস্থাগুলি তাদের এলাকার মধ্যে দূষণ নিয়ন্ত্রণে বৃক্ষ রোপন, ড্রেনেজ, রাস্তাঘাটের কাজ করলেও শহরের বাকি অংশে করছে না। শহরের ড্রেন গুলি পরিষ্কার করে জবরদখল মুক্ত করতে পারলে শহরের নিকাশি সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

যদিও পর্ষদের চেয়ারম্যানের এই অভিযোগ নিয়ে সরাসরি কোন মন্তব্য না করলেও হলদিয়া বন্দরের ভাইস চেয়ারম্যান এ কে মেহেরা বলেছেন, “বন্দর এলাকার উন্নয়নের কাজ করা হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করা হয়েছে। সে কারণে জমা জলের সমস্যা অনেক কমে গিয়েছে। তবে পাতিখালি খাল-সহ বন্দর এলাকার বাইরের অনান্য খালের উন্নতি করতে হবে প্রশাসনকে। আর বন্দর এলাকার মধ্যে দিয়ে খালের অংশের সংস্কার বন্দর করবে।”