Purulia: জেলা পুলিশ সুপারের অফিসে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই গুরুত্বপূর্ণ নথি

Purulia: খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা পুলিশের অন্যান্য আধিকারিকেরা। তাঁরা বাকিদের সঙ্গে কথাও বলেন। কিন্তু, আগুন লাগার আসল কারণ নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে। তবে প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের অনুমান শর্ট-সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে।

Purulia: জেলা পুলিশ সুপারের অফিসে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই গুরুত্বপূর্ণ নথি
ঘটনায় শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 25, 2024 | 10:13 PM

পুরুলিয়া: মাথার উপর দানা, তার উপর নতুন বিপদ। বাইরে যখন মুষলধারা, ঠিক তখনই জেলা পুলিশ সুপারের অফিসে তুমুল শোরগোল। আগুন, বিধ্বংসী আগুন ছারখার সব। স্থানীয় সূত্রে খবর, এদিন রাত আটটা নাগাদ প্রথম অফিস থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিন্তু, ওই সময় অফিসে কেউ ছিলেন না বলে জানা যাচ্ছে। পরে ধোঁয়ার পরিমাণ বাড়তে দরজা খুলতেই চোখ কপালে উঠে যায় সকলের। দেখা যায় অফিস ভিতরের অংশ একেবারে দাউদাউ করে জ্বলছে। 

ঘটনার আকস্মিকতায় ততক্ষণে হতবাক সকলে। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাই। খবর দেওয়া হয় দমকলে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। এদিকে অফিসের ভিতরে মজুত ছিল প্রচুর পরিমাণে প্রয়োজনীয় নথিপত্র। তার সবকিছু বাঁচানো সম্ভব হয়নি। বেশ কিছুক্ষণের চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নেভাতে সক্ষম হন পুলিশ কর্মীরা। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা পুলিশের অন্যান্য আধিকারিকেরা। তাঁরা বাকিদের সঙ্গে কথাও বলেন। কিন্তু, আগুন লাগার আসল কারণ নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে। তবে প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের অনুমান শর্ট-সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের দাপটে বেশ কিছু কম্পিউটারও পুড়ে গিয়ছে গিয়েছে বলে জানা যাচ্ছে। পুড়ে গিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। তবে শর্ট-সার্কিট ছাড়া এর পিছনে অন্য কোনও রহস্য আছে কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ কর্মীরা।